মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মুক্তাদির তাশাহুদ শেষ হওয়ার আগে ইমাম দাঁড়িয়ে গেলে করণীয় কী

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২৪, ০৯:৪৯ পিএম

শেয়ার করুন:

মুক্তাদির তাশাহুদ শেষ হওয়ার আগে ইমাম দাঁড়িয়ে গেলে করণীয় কী

নামাজে তাশাহুদ পড়া ওয়াজিব। তাই মুক্তাদির তাশাহুদ শেষ হওয়ার আগেই ইমাম দাঁড়িয়ে গেলে মুক্তাদি তাশাহুদ শেষ করেই দাঁড়াবে। এক্ষেত্রে মুক্তাদি তাশাহুদ পূর্ণ না করে দাঁড়িয়ে গেলে মাকরুহে তাহরিমি হবে। 

আর দরুদ-দোয়া পড়া যেহেতু সুন্নত তাই শেষ বৈঠকে মুক্তাদি দরুদ-দোয়া শেষ করার আগে ইমাম সালাম ফিরিয়ে নিলে মুক্তাদি দরুদ-দোয়া পূর্ণ করবে না। বরং ইমামের অনুসরণে তার সঙ্গেই সালাম ফিরিয়ে নেবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন
দ্বিতীয় রাকাতেও একই সুরা পড়লে নামাজ হবে কি?
প্রথম রাকাতে ভুলে সুরা নাস পড়লে দ্বিতীয় রাকাতে কী পড়বেন?
নামাজের প্রথম বৈঠকে ভুলে দরুদ পড়লে করণীয়
বিতির নামাজ কি শুধু এক রাকাত পড়লেও হয়?

নামাজ হলো মহান আল্লাহর সঙ্গে বান্দার সাক্ষাৎ। হাদিসে এসেছে, ‘মুমিন যখন নামাজে থাকে সে তার প্রতিপালকের সঙ্গে নিভৃতে কথা বলে।’ (সহিহ বুখারি: ৪১৩) তাই নামাজে তাড়াহুড়া করা সমীচীন নয়। আবশ্যক হলো- কোরআন ও সুন্নাহর নির্দেশিত পন্থায় নামাজ আদায় করা।

রুকুশেষে সোজা হয়ে দাঁড়ানো, দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা এবং তাশাহুদ, দোয়া-দরুদ ইত্যাদি ধীরস্থিরতার সঙ্গে আদায় করা কর্তব্য। অতএব, ইমাম সাহেবদের উচিত এমন গতিতে তাশাহুদ ও দরুদ-দোয়া পড়া যেন মুসল্লিরাও ভালোভাবে তা শেষ করতে পারে।

(খুলাসাতুল ফতোয়া: ১/১৫৯; ফতোয়ায়ে খানিয়া: ১/৯৬; রদ্দুল মুহতার: ১/৪৭০; মারাকিল ফালাহ পৃ-১৬৯)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর