চার রাকাতবিশিষ্ট নামাজে বৈঠক রয়েছে দুটি। একটি বৈঠক দু’রাকাতের পরে, যেখানে শুধু তাশাহুদ পড়াই নিয়ম। চতুর্থ রাকাতশেষে তথা শেষ বৈঠকে তাশাহুদের পর দরুদ, এরপর দোয়া মাসুরাশেষে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয়। চার রাকাতবিশিষ্ট ফরজ-ওয়াজিব নামাজগুলোর প্রথম বৈঠকে কেউ ভুলে দরুদ পড়লে সাহু সিজদা ওয়াজিব হয়।
কারো ক্ষেত্রে কখনও এমন হয় যে, দরুদ শেষ করার আগেই মনে পড়ে যায় এবং তৎক্ষণাৎ দাঁড়িয়ে যায়। এ অবস্থায় কি সাহু সেজদা ওয়াজিব হবে?
বিজ্ঞাপন
এসব প্রশ্নের উত্তরে ফুকাহায়ে কেরামের বক্তব্য হলো- ফরজ, ওয়াজিব ও সুন্নতে মুয়াক্কাদা নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর কেউ যদি ভুলে দরুদের اللّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ ‘আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মাদিন’ পর্যন্ত বা এর বেশি পড়ে ফেললে সাহু সেজদা ওয়াজিব হবে। সুতরাং এক্ষেত্রে সাহু সেজদা করতে হবে।
আরও পড়ুন
প্রথম রাকাতে ভুলে সুরা নাস পড়লে দ্বিতীয় রাকাতে কী পড়বেন?
তৃতীয় রাকাতে ভুলে বসে গেলে করণীয়
চতুর্থ রাকাতে ভুলে দাঁড়িয়ে গেলে করণীয়
আর নফল ও সুন্নতে গায়রে মুয়াক্কাদা (যেমন আছর ও এশার আগের চার রাকাত) নামাজের প্রথম বৈঠকে দরুদ ও দোয়া সবই পড়া উত্তম। তাই এসব নামাজে কেউ যদি তাশাহুদের পর দরুদ শরিফ পড়ে তাহলে সাহু সেজদা ওয়াজিব হবে না। (খুলাসাতুল ফতোয়া: ১/১৭৭; ফতোয়ায়ে খানিয়া: ১/১২১; দুরারুল হুক্কাম: ১/১১৬; মাজমাউল আনহুর: ১/১৯৭; ফাতহুল কাদির ১/৩৯৬; রদ্দুল মুহতার: ১/৫১০)

