বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

মসজিদে হারাম ও নববিতে তারাবি পড়াবেন যারা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৪, ০৬:০১ পিএম

শেয়ার করুন:

loading/img

সৌদি আরবে অবস্থিত মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে এবারের রমজানে যারা তারাবি-তাহাজ্জুদ পড়াবেন তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। পবিত্র দু্ই মসজিদের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী শিডিউল মেনে পুরো রমজানে নামাজ পড়াবেন নির্ধারিত ইমামরা।

মসজিদুল হারামে রমজানে তারাবি, বিতির ও তাহাজ্জুদ পড়াবেন ৪ ইমাম। আর মদিনায় অবস্থিত মসজিদে নববিতে রমজানে ইমামতির দায়িত্ব পালন করবেন ৪ ইমাম।


বিজ্ঞাপন


imam-of-masjid-haram

মসজিদে হারামে খতম তারাবি ও তাহাজ্জুদ নামাজের জন্য নির্ধারিত ৪ ইমাম হলেন- শায়খ আব্দুর রহমান সুদাইস, শায়খ আবদুল্লাহ জুহানি, শায়খ মাহের মুআইকিলি এবং শায়খ বান্দার বালিলা।

মসজিদে নববিতে খতম তারাবি ও তাহাজ্জুদ নামাজের জন্য নির্ধারিত ৪ ইমাম হলেন- শায়খ আব্দুল্লাহ বুআইজান, শায়খ সালাহ আল-বুদাইর, আহমাদ বিন তালেব হুমাইদ,  শায়খ আব্দুল মুহসিন কাসিম।

imam-schedule-of-haramain


বিজ্ঞাপন


আরও পড়ুন
হজ ও ওমরা পালনকারীরা যেসব প্রতিদান পাবেন
দ্রুত তারাবি পড়লে যে ক্ষতি
মসজিদুল হারামে তারাবি, সে দৃশ্য অভূতপূর্ব!

পবিত্র রমজানে হারামাইনে তারাবির পাশাপাশি তাহাজ্জুদের বেশ কদর রয়েছে মুসল্লিদের কাছে। এ কারণে হারামাইন কর্তৃপক্ষ আগেভাগেই জানিয়ে দেন তারাবি ও তাহাজ্জুদের ইমামতির দায়িত্বে কারা থাকছেন।

পবিত্র রমজানে ওমরা পালনের পাশাপাশি মসজিদুল হারামে প্রায় ১৫-১৬ লাখ মানুষ ইতেকাফ করেন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর সৌদি আরবে রমজান শুরু হতে পারে ১১ বা ১২ মার্চ। আর পবিত্র হজের মূল কার্যক্রম জুনের ১৪ তারিখে হতে পারে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন