বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

অপ্রাপ্তবয়স্ক মেয়ের জানাজায় যে দোয়া পড়বেন

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৪, ০২:২৬ পিএম

শেয়ার করুন:

অপ্রাপ্তবয়স্ক মেয়ের জানাজায় যে দোয়া পড়বেন

জানাজা নামাজের তৃতীয় তাকবিরের পর মৃতব্যক্তির জন্য দোয়া পড়া সুন্নত। (ইলাউস সুনান: ৮/১৭৪) প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্কের জন্য আলাদা দোয়া রয়েছে। নিচে প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী, অপ্রাপ্তবয়স্ক ছেলে ও মেয়ের জন্য দোয়াগুলো তুলে ধরা হলো।

প্রাপ্তবয়স্ক পুরুষ বা নারীর ক্ষেত্রে যে দোয়া পড়বেন
মৃতব্যক্তি প্রাপ্তবয়স্ক হলে যে দোয়া পড়তে হয় তার আরবি হলো- اَللّٰهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِ نَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَاُنْثَنَا اَللّٰهُمَّ مَنْ اَحْيَيْتَهُ مِنَّا فَاَحْيِهِ عَلٰى الْاِسْلاَمِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلٰى الْاِيْمَانِ উচ্চারণ: আল্লাহুম্মাগ ফিরলি হায়্যিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনছানা। আল্লাহুম্মা মান আহইয়াহতাহু মিন্না, ফাআহয়িহী আলাল ইসলামি ওয়া মান তাওয়াফ ফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহ আলাল ইমান। অর্থ: ‘হে আল্লাহ, আমাদের জীবিত ও মৃত, উপস্থিত ও অনুপস্থিত, ছোট ও বড় এবং পুরুষ ও নারী সকলকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আপনি আমাদের মধ্য থেকে যাদেরকে জীবিত রেখেছেন ইসলামের উপর জীবিত রাখেন আর যাদেরকে মৃত্যু দান করেছেন তাদেরকে ঈমানের সঙ্গেই মৃত্যু দান করেন।’


বিজ্ঞাপন


আরও পড়ুন: জানাজার নামাজের নিয়মকানুন, গুরুত্ব ও ফজিলত

অপ্রাপ্তবয়স্ক ছেলের জানাজায় যে দোয়া পড়বেন
অপ্রাপ্তবয়স্ক মৃত ছেলের জানাজায় যে দোয়া পড়তে হয় তার আরবি হলো- اَللّٰهُمَّ اجْعَلْهُ لَنَا فَرَطًا وَّاجْعَلْهُ لَنَا اَجْرً ا وَّاجْعَلْهُ لَنَا شَافِعًا وَّمُشَفِّعًا উচ্চারণ: ‘আল্লাহুম্মাজ আলহু লানা ফারাতাও ওয়াজ আলহু লানা আজরাও ওয়াজ আলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআ।’ অর্থ: ‘হে আল্লাহ, আপনি তাকে আমাদের জন্য অগ্রবর্তী হিসেবে কবুল করুন, তাকে করুন আমাদের জন্য প্রতিদান স্বরূপ এবং তাকে বানান আমাদের জন্য সুপারিশকারী -যার সুপারিশ কবুল করা হবে।’ 

আরও পড়ুন: জানাজা আংশিক ছুটে গেলে করণীয়

অপ্রাপ্তবয়স্ক মেয়ের জানাজায় যে দোয়া পড়বেন
মৃত অপ্রাপ্তবয়স্ক মেয়ের জানাজা নামাজে যে দোয়া পড়বেন তার আরবি হলো- ًاَللّٰهُمَّ اجْعَلْهَا لَنَا فَرْطًا وَّاجْعَلْهَا لَنَا اَجْرًا وَّذُخْرًا وَّاجْعَلْهَا لَنَا شَافِعَةً وَّمُشَفَّعَة উচ্চারণ: ‘আল্লাহুম্মাজ আলহা লানা ফারতাঁও ওয়াজ আলহা লানা আজরাঁও ওয়া যুখরাঁও ওয়াজ আলহা লানা শা-ফিয়াতাওঁ ওয়া মুশাফফাআহ।’ অর্থ: ‘হে আল্লাহ, আপনি তাকে আমাদের জন্য অগ্রবর্তী হিসেবে কবুল করুন, তাকে করুন আমাদের জন্য প্রতিদান স্বরূপ এবং তাকে বানান আমাদের জন্য সুপারিশকারী -যার সুপারিশ কবুল করা হবে।’ 


বিজ্ঞাপন


লক্ষণীয় যে, অপ্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ের দোয়া প্রায়ই একই। শুধুমাত্র ‘হু’ (هُ) স্থানে ‘হা’ (هَا) বলতে হবে মেয়ের ক্ষেত্রে। (তিরমিজি: ৯৪৫; দারা কুতনি: ১৮৫৩; ইবনে আবি শায়বা: ৩/২৯৫)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর