মুসলমানের মৃত্যুতে জানাজা, দাফন ইত্যাদি সম্পন্ন করা জীবিতদের দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে হয় সুন্নত পদ্ধতিতে। কবর খননেরও সুন্নত পদ্ধতি রয়েছে। ইসলামি শরিয়তে কবর দুই প্রকার। ১. লাহদ বা বুগলি ২. শাক্ক বা সিন্দুকি। নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
লাহদ বা বুগলি কবর
প্রথমে চার কোণাবিশিষ্ট একটি গর্ত খনন করবে। যা লম্বায় মৃতব্যক্তির উচ্চতার চেয়ে একটু বেশি হবে এবং চওড়া হবে লম্বার অর্ধেক পরিমাণ। আর গভীরতার ক্ষেত্রে মৃতব্যক্তির দেহ যতটুকু লম্বা ততটুকু গভীর হওয়া উত্তম। তবে সর্বনিম্ন তার অর্ধেক পরিমাণ গভীর হলেও চলবে। এরপর কেবলার দিকে করে মৃতব্যক্তিকে শোয়ানোর জন্য ওই গর্তের ভেতরে ডানদিকে আরেকটি ছোট গর্ত খনন করবে। এই ছোট গর্তটির গভীরতা মাইয়্যেতের দেহের প্রশস্ততার চেয়ে একটু বেশি হবে এবং জমিনের অংশ এতটা ঢাল হবে যে, মাইয়্যেতকে শোয়ালেই তার সিনা কেবলামুখী হয়ে যায়। অতঃপর উক্ত গর্তের ভেতর মৃতব্যক্তিকে রেখে গর্তের মুখে বাঁশ ইত্যাদি খাড়া করে দিয়ে ছোট গর্তটি বন্ধ করে দেবে।
বিজ্ঞাপন
শাক্ক বা সিন্দুক কবর
প্রথমে মৃতব্যক্তির কোমর বা সিনা পরিমাণ একটি গর্ত খনন করবে। এরপর তার মাঝ বরাবর আরেকটি ছোট গর্ত খনন করবে। এই গর্তের প্রশস্ততা মৃতব্যক্তিকে কেবলামুখী করে শোয়াতে যতটুকু প্রশস্ততার প্রয়োজন হয় ততটুকু রাখবে এবং গভীরতা মৃতব্যক্তির দুই কাঁধের প্রশস্ততার চেয়ে একটু বেশি রাখবে। এরপর উক্ত ছোট গর্তের উপর বাঁশ ইত্যাদি বিছিয়ে উপরের পুরো অংশ মাটি দিয়ে ভরে দেবে।
আরও পড়ুন: দাফনের সময় কবরে উপস্থিত লোকদের তিনবার মাটি দেওয়া কি শরিয়তসম্মত?
কোন কবর উত্তম?
যেসব জায়গার মাটি শক্ত ও মজবুত সেখানে লাহদ তথা বুগলি কবর খনন করাই সুন্নত। তবে যেসব জায়গার মাটি নরম সেখানে সিন্দুক কবর খনন করবে।
(সহিহ মুসলিম: ৯৬৬; সুনানে আবু দাউদ: ৩২০০; আলমাবসুত, সারাখসি: ২/৬১; আলমুহিতুল বুরহানি: ৩/৯০; খুলাসাতুল ফতোয়া: ১/২২৬; হালবাতুল মুজাল্লি: ২/৬২২; রদ্দুল মুহতার: ২/২৩৪)
কবর খননে ভুল প্রচলন
আমাদের সমাজে যে পদ্ধতিতে কবর খনন করা হয়, অর্থাৎ প্রথমে অর্ধহাত বা তার থেকে কিছু বেশি খনন করার পর হালকা একটু ছোট করে তিন হাত বা সমপরিমাণ আরো খনন করে তাতে মৃত ব্যক্তিকে রাখা হয়। আর ওই অর্ধহাত পরিমাণ খনন করার পর হালকা ছোট করা হয়েছিল, তাতে বাঁশ ইত্যাদি দিয়ে মাটি দেওয়া হয়। এমতাবস্থায় মৃত ব্যক্তি এবং বাঁশের ছাদের মধ্যখানে প্রায় তিন হাত ফাঁকা থাকে। এই পদ্ধতি শরিয়তসমর্থিত নয়। তাই এই পদ্ধতি ছেড়ে, শরিয়তসম্মত দুই পদ্ধতি থেকে যেকোনো এক পদ্ধতি অনুযায়ী কবর খনন করতে হবে। যাতে করে সুন্নত মোতাবেক মৃত ব্যক্তির সম্পূর্ণ শরীর ডান কাঁতে রাখা যায়।
বিজ্ঞাপন
কবরে নামানোর নিয়ম
জানাজার নামাজের পর মৃত ব্যক্তিকে পশ্চিম দিক থেকে কবরে নামাবে। যাতে করে কবর থেকে যারা লাশটা ধরবে তারা কেবলামুখী হয়। (ফতোয়ায়ে শামি: ৩/১৪০; বাহরুর রায়েক: ২/৩৩৯)
আরও পড়ুন: মৃত মা-বাবার জন্য সন্তানের করণীয়
কবরে লাশ রাখার সময় ‘বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসুলিল্লাহ’ অর্থ: ‘আল্লাহর নামে, আল্লাহর হুকুমে এবং আল্লাহর রাসুলের ধর্মের (মতাদর্শের) উপর’ এ দোয়া পাঠ করে মৃতব্যক্তিকে সম্পূর্ণ ডান কাঁতে কেবলামুখী করে শোয়াতে হবে। এটাই সুন্নত পদ্ধতি। (দুররুল মুখতার: ২/২৩৬, ফতোয়ায়ে আলমগিরি: ১/১৬৬, আহকামে মায়্যিত: ২৩৬)
কোনো কোনো এলাকায় মৃত ব্যক্তিকে সম্পূর্ণ ডানকাঁতে না শোওয়ায়ে, চিৎ করে শোওয়ায়ে শুধুমাত্র চেহারাকে কেবলামুখী করা হয়। এই পদ্ধতি সুন্নতসম্মত নয়। এ ব্যাপারে শরিয়তের মাসয়ালা হলো- জীবিত মানুষ যেভাবে সুন্নত তরিকায় ডান কাঁতে শয়ন করে, মুর্দাকে সেভাবে কবরে ডান কাঁতে শোয়ানো সুন্নত।
কবরে নামানোর সময় করণীয়
যারা দাফনে অংশগ্রহণ করবে যদি সম্ভব হয় তাহলে মাথার দিক থেকে ডান হাতে তিন মুঠ মাটি দিবে। প্রথম মুঠ মাটি দেওয়ার সময় বলবে ‘মিনহা হালাকনাকুম’ (অর্থ: এ মাটি দ্বারাই তোমাদেরকে সৃষ্টি করেছি), দ্বিতীয় মুঠ মাটি দেওয়ার সময় বলবে ‘ওয়া ফীহা নুঈদুকুম’ (অর্থ: এ মাটির ভেতরেই তোমাদেরকে পুনরায় আনব), তৃতীয় মুঠ মাটি দেয়ার সময় বলবে ‘ওয়া মিনহা নুহরিজকুম তা-রাতান ওখরা’ (অর্থ: এ মাটির ভিতর থেকে আমি তোমাদেরকে পুনরায় বের করব’। (ফতোয়ায়ে শামি: ৩/১৪৩)
আরও পড়ুন: জানাজা আংশিক ছুটে গেলে করণীয়
কবরে নামানোর পর দোয়া
দাফনশেষে মৃতব্যক্তির জন্য দোয়া-মাগফেরাত করা অথবা মৃতব্যক্তির মাথার দিকে দাঁড়িয়ে সুরা বাকারার শুরু থেকে ‘মুফলিহুন’ পর্যন্ত এবং পায়ের দিকে দাঁড়িয়ে সুরা বাকারার শেষ দুই আয়াত পড়া মোস্তাহাব। তবে আবশ্যকীয় মনে করা ঠিক নয়। (ফতোয়ায়ে শামি: ৩/১৪৩; ফতোয়ায়ে দারুল উলুম: ৫/৩৯০)
আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত আছে যে, (দাফনের পর) মাথার পাশে দাঁড়িয়ে সুরা বাকারার প্রথম আয়াত গুলো (مفلحون পর্যন্ত) এবং শেষ আয়াতগুলো (امن الرسول থেকে শেষ পর্যন্ত) পড়বে। (বায়হাকি: ৭০৬৮; মেশকাত, পৃ- ১৪৯)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মৃতব্যক্তির কবর তৈরি ও দাফন পদ্ধতি সুন্নত অনুযায়ী সম্পন্ন করার তাওফিক দান করুন। আমিন।

