সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নামাজরত ব্যক্তির কতদূর সামনে দিয়ে হাঁটাচলা করা যাবে?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

নামাজরত ব্যক্তির কতদূর সামনে দিয়ে হাঁটাচলা করা যাবে?

সবসময় নামাজির সামনে সুতরা থাকে না। বিশেষ করে মসজিদে জামাতে নামাজ শেষ হওয়ার পর সুন্নত কিংবা নফল পড়া অবস্থায়। তখন কেউ কেউ অজ্ঞতাবসত নামাজরত ব্যক্তির সামনে দিয়ে চলে যায়। আবার অনেকে বসে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকে। কারণ হাদিসে এ ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা এসেছে। 

আবু জুহাইম (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন- لَوْ يَعْلَمُ المَارُّ بَيْنَ يَدَيِ المُصَلِّي مَاذَا عَلَيْهِ، لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِينَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرّ بَيْنَ يَدَيْهِ ‘নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারী যদি জানত যে, এটা তার কত বড় অপরাধ তাহলে সে ৪০ (দিন/মাস/বছর) অপেক্ষা করত। এই অপেক্ষা করাটা তার জন্য মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করার চেয়ে উত্তম হত।’ (সহিহ বুখারি: ৫১০)


বিজ্ঞাপন


অন্য হাদিসে এসেছে,  ‘নামাজির সামনে দিয়ে অতিক্রম করা ব্যক্তি যদি জানত (এর গুনাহ কতটা ভয়াবহ), তাহলে নামাজির সামনে দিয়ে এ পদক্ষেপের তুলনায় তার কাছে একশত বছর দাঁড়িয়ে থাকা উত্তম মনে হতো।’ (সুনানে ইবনে মাজাহ: ৯৪৬; কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়াল ওয়াল আফআল: ১৯২৫২)

আরও পড়ুন
ফজরের সুন্নত নামাজের কাজা আদায়ের নিয়ম
অজুতে ঘাড় মাসেহ করা সুন্নত, নাকি বিদআত?
ইমামের পেছনে সুরা ফাতেহা পড়তে হবে কি?
অজু বারবার ভেঙে যায়, করণীয় কী?

প্রশ্ন হলো- নামাজির সামনে সুতরা না থাকলে কতদূর সামনে দিয়ে অতিক্রম করা যাবে? এর উত্তরে ফকিহগণ বলেন, নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা মাকরুহে তাহরিমি। যদি নামাজি ব্যক্তির সামনে সুতরা স্থাপন করা না থাকে, তাহলে যদি তা বড় কোনো খোলা ময়দান কিংবা বড় মসজিদ (যার পূর্ব-পশ্চিমের দৈর্ঘ্য অন্তত চল্লিশ হাত) হয় তাহলে নামাজি ব্যক্তির দাঁড়ানোর স্থান থেকে দুই কাতার পর থেকে চলাচল করা যাবে।

আর এর চেয়ে ছোট মসজিদ অথবা ঘরে নামাজ পড়লে সামনে দিয়ে অতিক্রম করা যাবে না। অবশ্য যদি সুতরা থাকে তাহলে এর সামনে দিয়ে অতিক্রম করা যাবে। (আলমাবসুত, সারাখসি: ১/১৯২; জাওয়াহিরুল ফতোয়া: পৃ-১২৮; খুলাসাতুল ফতোয়া: ১/৫৯; তাবয়িনুল হাকায়েক: ১/৪০১; ফাতহুল কাদির: ১/৩৫৪; শরহুল মুনইয়া: পৃ-৩৬৭; আল-বাহরুর রায়েক: ২/১৫; মাজমাউল আনহুর: ১/১৮৩; রদ্দুল মুহতার: ১/৬৪৩)


বিজ্ঞাপন


নামাজি ব্যক্তির সামনে দিয়ে যদি অন্যদের যাতায়াতের সম্ভাবনা থাকে, তাহলে নামাজ শুরু করার আগে সামনে সুতরা রেখে নামাজ শুরু করা সুন্নত। সুতরার সর্বনিম্ন পরিমাণ হলো এক হাত হওয়া। (মুসলিম: ৫০০)

আরও পড়ুন
ফরজ নামাজের ৩য়-৪র্থ রাকাতে ফাতেহার সঙ্গে ভুলে অন্যসুরা পড়লে করণীয়
প্রথম রাকাতে ভুলে সুরা নাস পড়লে দ্বিতীয় রাকাতে কী পড়বেন?
নারী-পুরুষের নামাজে কি পার্থক্য আছে?

অনেকে নামাজরত ব্যক্তির সামনে সুতরা রেখে অতিক্রম করেন, এরপর আরেক জনের সামনে সুতরা রাখেন। এভাবে তিনি একাধিক ব্যক্তির সামনে সুতরা রেখে মসজিদ থেকে বের হন। এভাবে অতিক্রম করলে সমস্যা নেই। তবে এতে নামাজি ব্যক্তির মনোযোগ বিনষ্ট হতে পারে। তাই প্রয়োজন ছাড়া এমনটি করা থেকে বিরত থাকতে হবে। অবশ্য এরূপ অতিক্রম করলেও অতিক্রমকারীর গুনাহ হবে না। তবে নামাজি ব্যক্তির উচিত মানুষ যাতায়াতের স্থানে সুতরা সামনে রেখেই নামাজে দাঁড়ানো। (ফতোয়ায়ে হিন্দিয়া: ১/১০৪; ফতোয়ায়ে তাতারখানিয়া: ১/৬৩১)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নামাজের সকল মাসয়ালা জানার ও মেনে চলার তাওফিক দান করুন। আমিন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর