রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

মালয়েশিয়ার জোহর রাজ্যে ৭৭ বাংলাদেশি গ্রেফতার

আশরাফুল মামুন, মালয়েশিয়া
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৮ পিএম

শেয়ার করুন:

loading/img

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমনে একটি বিশেষ অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ১টা থেকে ৩টার মধ্যে জোহর রাজ্যের বাতু পাহাত, মুয়ার এবং সেগামাত শাখায় একটি শ্রমিক আবাসন কমপ্লেক্সে অভিযান পরিচালনা করা হয়।

এতে মোট ৭৭ বাংলাদেশি নাগরিকসহ ১০৫ জন অভিবাসী গ্রেফতার করা হয়। অভিযানটি পরিচালনা করা হয় অপ্স সাপু নামের একটি বিশেষ কার্যক্রমের মাধ্যমে।


বিজ্ঞাপন


মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, অভিযানের সময় বিদেশিদের বৈধ পাসপোর্ট বা পারমিট না থাকার অভিযোগ পাওয়া যায়। এতে মোট ৩২৯ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৭ জন বাংলাদেশি, ১৬ জন পুরুষ ও ৭ জন নারী ইন্দোনেশিয়ার, ২ জন মায়ানমারের পুরুষ, ২ জন পাকিস্তানি পুরুষ এবং ১ জন ভারতীয় পুরুষকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বয়স ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এর ১৫ (১) (গ) ধারায় অতিরিক্ত সময় ধরে অবস্থান করার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন তাদের পন্টিয়ানের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে, যেখানে তাদের আরও জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন