সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

৭ মার্চ উপলক্ষে ডেনমার্ক আওয়ামী লীগের আলোচনা সভা

প্রবাস ডেস্ক, ইউরোপ ব্যুরো
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৪, ০২:৫২ পিএম

শেয়ার করুন:

loading/img

ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) কোপেনহেগেনের একটি হলে ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি খোকন মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সস্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন- উপদেষ্টামণ্ডলীর প্রধান বাবু সুভাষ ঘোস, উপদেষ্টা রাফায়েতুল হক মিঠু, সহসভাপতি কাজী আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক শামীম খালাশী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান খান, পরিবেশ বিষয়ক সম্পাদক ইউসুব আহম্মেদ এবং ডেনমার্ক আওয়ামী যুবলীগের সিনিয়র সহসভাপতি জামিল আক্তার কামরুল।

আরও উপস্থিত ছিলেন আব্দুর রহমান, মোহামেদ বিপ্লব, মোহামেদ রাফিসহ আরও অনেকে।


বিজ্ঞাপন


বক্তারা বলেন, ৭ মার্চ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের একটি ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেন। পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বঙ্গবন্ধুর ৭ মার্চের এ ভাষণ যুদ্ধের প্রস্তুতি নিতে একটি জাতিকে উদ্বুদ্ধ করার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্পষ্টভাবেই বাংলাদেশের স্বাধীনতা শব্দটি উচ্চারণ করেছিলেন এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই স্বাধীনতা অর্জনে যে গেরিলাযুদ্ধের প্রয়োজন, তার প্রস্তুতি নেওয়ার চূড়ান্ত নির্দেশ দিয়েছিলেন। গুরুত্ব বিবেচনায় বঙ্গবন্ধুর এ ভাষণটি আজ বিশ্ব ঐতিহ্য হিসেবেও স্বীকৃত। এটি অলিখিত ও বিশ্বের সর্বাধিকবার প্রচারিত ভাষণ। ২০১৭ সালের অক্টোবরে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা -ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটিকে বিশ্ব ঐতিহ্যের (ওয়ার্ল্ড হেরিটেজ) স্বীকৃতি দেয়।

সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারবর্গ, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদদের মাগফেরাত কামনা এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশায় বিশেষ দোয়া করা হয়।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর


News Hub