বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, যারা নতুন দল করেছেন তাদের ভাব দেখলে মনে হয় তারা একাই আন্দোলন করেছে। ৫ আগস্টের আগে বাংলাদেশ নামে কোনো রাষ্ট্রই ছিল না, দেশ স্বাধীন ছিল না! নতুন করে দেশ স্বাধীন হয়েছে। এ ধারণা ভুল, এগুলো বিভ্রান্তি। এসব বিভ্রান্তি আমাদের ভাঙানো প্রয়োজন।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে বগুড়ার শিবগঞ্জ মোকামতলা হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন ভূখণ্ড ও রাষ্ট্র পেয়েছি। জিয়াউর রহমান প্রত্যক্ষভাবে স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয় এবং নয় মাসের মাথায় দেশ পাক-হানাদার মুক্ত হয়।
প্রকৌশলী ইশরাক বলেন, এই স্বাধীন দেশটাকে লুট করেছে হাসিনা। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা স্বাধীনতা ফেরত পেয়েছি। এদেশে আমরা জিয়াউর রহমানের শাসনামলে বহুদলীয় গণতন্ত্র দেখেছি। খালেদা জিয়ার শাসনামলেও গণতন্ত্র চর্চা হয়েছে। এখন যদি কেউ দাবি করে দেশ স্বাধীন ছিল না, তাহলে তা গ্রহণযোগ্য হবে না।
তিনি আরও বলেন, আজকে গণপরিষদ নির্বাচন এবং সেকেন্ড রিপাবলিকের কথা বলা হচ্ছে। এগুলো কি তা সাধারণ মানুষ বোঝে না। জনগণ বোঝে এলাকার এমপি প্রার্থী কে হবে, কে নির্বাচিত হলে সুখ-দুঃখে পাশে থাকবে। কোন দল নির্বাচিত হলে দেশের উন্নয়ন হবে।
ঢাকা সিটি করপোরেশনের সাবেক এই মেয়র প্রার্থী বলেন, ৮৮টি সংগঠনের সমন্বয়ে বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়েছিল। কাঙ্ক্ষিত সফলতার পর ছাত্রদল, শিবির, বাম ছাত্রসংগঠনসহ সবাই যার যার ব্যানারে চলে গেছে। এখন মনে হচ্ছে এ আন্দোলনে কয়েকজন সমন্বয়করাই সব করেছেন, আর কেউ ছিল না।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ইতোমধ্যে তারেক রহমান নতুন দলকে স্বাগত জানিয়েছেন। আমিও তাদের সমর্থক। আমরা চাই নিজের জনপ্রিয়তা প্রমাণ করে সংসদে আসুন। আপনারা সংখ্যাগরিষ্ঠ হলে সরকার গঠন করবেন। তখন সংসদে সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচনের প্রস্তাব দিবেন। পাশ হলে সেভাবেই সেটি বাস্তবায়ন হবে। তাছাড়া আইনীভাবে এর কোনো সুযোগ নেই।
মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম মো. মামুন তালুকদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরে আলম মামুন প্রমুখ।
এমই/এফএ