চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্রতিরোধ করতে মোড়ে মোড়ে সতর্ক পাহারা বসিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির থানা পর্যায়ে এ পাহারা বসানো হয়েছে।
বুধবার (১৭ জুলাই) সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে অবস্থান নিতে দেখা যায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের।
বিজ্ঞাপন
এদিন বিকেলে রাজধানীর কলেজগেট এলাকায় অবস্থানরত দেখা যায় আদাবর থানা আওয়ামী লীগের নেতাকর্মীদের। তার ঠিক বিপরীতেই অবস্থান নেয় শেরে বাংলা নগর আওয়ামী লীগ।
শ্যামলিতেও অবস্থান নেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এছাড়া মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা আসাদগেট আড়ং শপিং মলের সামনে অবস্থান নেন।
বিজ্ঞাপন
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ জানিয়েছে, নগরির উত্তরা, এয়ারপোর্ট, বাড্ডা এলাকায়ও থানায় থানায় দিনভর সতর্ক পাহারায় ছিলেন দলীয় নেতাকর্মীরা।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ঢাকা মেইলকে বলেন, আজ আমাদের নেতাকর্মীরা প্রতিটি থানায় থানায় অবস্থান নিয়েছিল। সবাইকে সাংগঠনিক নির্দেশনা দেওয়া আছে।
বৃহস্পতিবারও দলীয় নেতাকর্মীরা নিজ নিজ থানা এলাকায় অবস্থান নেবেন বলে জানান নগর আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।
এদিকে এদিন নগর দক্ষিণের বিভিন্ন স্থানে অবস্থান নিতে দেখা যায় স্থানীয় নেতাকর্মীদের।
বুধবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ের সামনে অবস্থান নিতে দেখা গেছে ধানমন্ডি থানা এলাকার বিভিন্ন সংগঠনকে।
সাংগঠনিক নির্দেশনা না থাকলেও কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে মিছিল করেছে যুব মহিলা লীগ। সংগঠনটির সভাপতি আলেয়া সারোয়ার ডেইজির নেতৃত্বে ধানমন্ডি ৩/এ তে এই মিছিল অনুষ্ঠিত হয়।
এর আগে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে ছাত্রদল-ছাত্রশিবির রয়েছে উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা জেলা ও ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের অস্তিত্বের প্রতি হামলা এসেছে, হুমকি এসেছে। এই পরিস্থিতি মোকাবিলা আমাদের করতেই হবে। কাজেই আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান।
তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে কেন রাস্তাঘাট দখল করতে যাবে? সহিংসতায় জড়াবে? এই আন্দোলনের নেতৃত্ব নিঃসন্দেহে অশুভ শক্তির হাতে চলে গেছে। সেই অবস্থায় আমরা নিশ্চুপ থাকতে পারি না।
কারই/এএস