রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

Tiger Urine

বিক্রি হচ্ছে বাঘের মূত্র! কেউ খাচ্ছেন, কেউবা গায়ে মাখছেন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৫, ১২:২৪ পিএম

শেয়ার করুন:

loading/img

প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসায় বিভিন্ন ধরনের গাছ গাছালি ব্যবহার করা হতো। কোনো গাছের ছাল আর কোনো গাছের পাতার রস। চিকিৎসা ক্ষেত্রে ভারতে অনেক জায়গায় গোমূত্র কিংবা গোবর ব্যবহার করতে দেখা যায়। এবার এই তালিকায় যুক্ত হলো বাঘের প্রস্রাব! শুনে অদ্ভুত লাগলেও এমন কাণ্ড সত্যিই ঘটছে।

চিকিত্‍সার কাজে বাঘের প্রস্রাবকে ব্যবহার করছে ‘ড্রাগনের দেশ’ চিন। দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশের একটি চিড়িয়াখানা থেকে রীতিমতো বোতলে ভরে বিক্রি করা হচ্ছে বাঘের প্রস্রাব।


বিজ্ঞাপন


tiger-urine2

ইয়ান বিফেংজিয়া ওয়াইল্ডলাইফ জু নামের চিড়িয়াখানাটি থেকে বোতলবন্দি বাঘের প্রস্রাব বিক্রি চলছে। এখানে আসা পর্যটকদের কাছে সাইবেরিয়ান বাঘের মূত্র বিক্রি করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

কোন রোগের চিকিত্‍সায় ব্যবহার করা হচ্ছে বাঘের প্রস্রাব? সংবাদমাধ্যমে প্রকাশিত তথ‍্য অনুযায়ী, বাঘের প্রস্রাব ব্যবহার করা হচ্ছে বাতের চিকিত্‍সায়। ব্যাঘ্রমূত্র নাকি আর্থ্রাইটিস, পেশিতে ব্যথার মতো সমস্যা সারাতে সিদ্ধহস্ত! 

tiger-urine3


বিজ্ঞাপন


দাবি করা হচ্ছে বাঘের মূত্র আর্থ্রাইটিস, মোচ এবং পেশী ব্যথা থেকে অলৌকিক ত্রাণ প্রদান করে। কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি কি রয়েছে? এই মূত্রের দামই বা কত? 

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, এই চিড়িয়াখানাটি প্রতি বোতল ৫০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৮৩৬ টাকা) দিয়ে বাঘের মূত্র বিক্রি করছে। প্রতিটি বোতলে মূত্র থাকে ২৫০ গ্রাম। 

tiger_urine4

ব্যথা ও বাত থেকে মুক্তি পেতে কীভাবে বাঘের প্রস্রাব ব্যবহার করতে হবে সে সম্পর্কেও নির্দেশনা দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এজন্য বাঘের প্রস্রাবের সঙ্গে সাদা ওয়াইন এবং আদার টুকরো মিশিয়ে ব্যথাযুক্ত স্থানে মালিশ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

এমনকি চিড়িয়াখানার নির্দেশনা অনুযায়ী যে কেউ বাঘের মূত্র পান করতে পারে। তবে কারোর অ্যালার্জির সমস্যা থাকলে এটি পান করা বিরত থাকতে বলা হচ্ছে।

Tiger-urine

এমন অদ্ভুত ঘটনায় রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে চিনে। চিড়িয়াখানার একজন কর্মী জানান, বাঘের প্রস্রাব করার পর একটি বেসিন থেকে প্রস্রাব সংগ্রহ করা হয়।

এই মূত্র জীবাণুমুক্ত কি না তা অবশ্য বলা হয়নি। পাশাপাশি, বেশিরভাগ চিকিত্‍সক এর তীব্র বিরোধিতা করছেন। চিকিৎসকরা বলছেন, অপ্রমাণিত চিকিৎসাকে এভাবে প্রচার করা অনেক বিপদের কারণ হতে পারে।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন