মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভ্রমণ

সেন্ট মার্টিন যাওয়ার ট্রাভেল পাস যেভাবে পাবেন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪, ১০:১৮ এএম

শেয়ার করুন:

loading/img

এখন থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে যাওয়ার জন্য ট্রাভেল পাস নিতে হবে। যাদের ট্রাভেল পাস থাকবে তারাই এই দ্বীপটিতে ভ্রমণে যেতে পারবেন। এছাড়াও ওই দ্বীপে যারা ভ্রমণে যাবেন তারা সঙ্গে করে পলিথিন ও প্লাস্টিক পণ্য নিতে পারবেন না। এছাড়া পর্যটকরা কোন হোটেলে অবস্থান করবেন তার রেজিস্টার সংরক্ষণ করা হবে।

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণে কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরির্তন মন্ত্রণালয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ডে লং ট্যুরে ঘুরে আসুন রাঙামাটি, দেখবেন যা যা

মঙ্গলবার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

কমিটির কর্মপরিধিতে বলা হয়েছে, জাহাজ ছাড়ার/এন্ট্রি পয়েন্টে শুধু বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রস্তুতকৃত অ্যাপস থেকে সংগ্রহকৃত ট্রাভেল পাসধারী পর্যটকদের অনুমোদিত জাহাজে ভ্রমণ নিশ্চিত করা হবে। 

saint-martin


বিজ্ঞাপন


প্রতি বছর অক্টোবরের শেষ থেকে দ্বীপটি পর্যটন মৌসুম শুরু হয়। কিন্তু এবার নভেম্বরের শেষ সময় এসেও শুরু হয়নি পর্যটকের আনাগোনা। অনিশ্চয়তার কবলে রয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। এর মধ্যে দ্বীপে বসবাসকারী মানুষ নিজস্ব প্রয়োজনে কাঠের ট্রলার বা স্পিড বোট যোগে টেকনাফ আসা-যাওয়া করতেও প্রতিবন্ধকতায় আছেন। তাদের আসা বা যাওয়া এখন নির্ভর করছে প্রশাসনিক অনুমতির ওপর। এর বাইরে স্থানীয় ছাড়া বাংলাদেশের কোনো নাগরিক দ্বীপে যেতে হলে লিখিত অনুমতির শর্ত দেওয়া হয়েছে সম্প্রতি।

pass

সেন্ট মার্টিন যাওয়ার ট্রাভেল পাস যেভাবে মিলবে

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রস্তুতকৃত অ্যাপস থেকে ট্রাভেলপাস সংগ্রহ করতে হবে। এজন্য অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করার পর জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পরেই প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে অনলাইনেই ট্রাভেল পাস সংগ্রহ করা যাবে। 

আরও পড়ুন: ভুটান ভ্রমণে গেলে কোথায় কোথায় ঘুরবেন

এই ট্রাভেল পাস দেখিয়ে টেকনাফ থেকে ছেড়ে যাওয়া জাহাজে উঠতে হবে। 

teae

অ্যানড্রয়েড ফোনের জনপ্রিয় অ্যাপ স্টোর গুগল প্লে স্টোর ভিজিট করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কোনো অ্যাপ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। অ্যাপটি এখনো নির্মাণের পর্যায়ে রয়েছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub