বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সঙ্গী আপনার সঙ্গে ‘টাইমপাস’ করছেন কি না বুঝুন এসব লক্ষণে 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৪, ১১:৫১ এএম

শেয়ার করুন:

সঙ্গী আপনার সঙ্গে ‘টাইমপাস’ করছেন কি না বুঝুন এসব লক্ষণে 

ভালোবাসা এমনই এক অনুভূতি যা ধূসর জীবনে রঙ ছড়ায় আপন মনে। ভোরে বাতাস থেকে শুরু করে শেষ বেলার গোধূলির আলো— সবই ভালো লাগে তখন। তবে এই ভালোবাসা তখনই সবচেয়ে সুন্দর রূপে ধরা দেয় যখন দুজনের প্রতি দুজনের টান, আবেগ, প্রেম থাকে সর্বোচ্চ। 

এমন অনেকে আছে যারা মনে কোনো আবেগ না রেখে রোজ প্রেমের অভিনয় করেন। একটা সময় হুট করে ব্রেকআপ করে মা-বাবার পছন্দের মানুষকে বিয়ে করে ফেলেন। আসলে এমন মানুষগুলো প্রেম নয় বরং টাইমপাস করেন। 


বিজ্ঞাপন


relation2

সমস্যা হলো, বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না অপরপক্ষের মানুষটি আদৌ তাকে ভালোবাসছে নাকি কেবল সময় কাটাচ্ছে। তাই সম্পর্কে বিচ্ছেদের পর দিশেহারা হয়ে পড়েন তারা। কিছু লক্ষণে কিন্তু সঙ্গীর টাইমপাসের বিষয়টি ধরা পড়ে যায়। চলুন জেনে নিই সেগুলো কী- 

আরও পড়ুন-
 
 
 

কথায় তেমন জোর নেই


বিজ্ঞাপন


মন থেকে কেউ যখন কিছু চায় তখন তার কথায় সেই জোর ফুটে ওঠে। কিন্তু যতই অভিনয় করুক না কেন মিথ্যা ভালোবাসায় সেই জোর থাকে না। তাই যারা কেবল সময় কাটানোর জন্য ভালোবাসার অভিনয় করেন তাদের কোনো বিষয়েই তেমন জোর থাকে না। এমন ব্যক্তিদের সব কথাতেই উদাসীনতা ধরা দেয়। তাই আপনার সঙ্গীর মধ্যেও যদি এমন কোনো লক্ষণ থাকে, তাহলে দ্রুত নিজের সম্পর্ক নিয়ে সাবধান হন। নয়ত অচিরেই বড়সড় বিপদের ফাঁদে পড়বেন।

relation3

নিজের বিষয়ে বলতে নারাজ 

একসঙ্গে সারাজীবন থাকতে চাইলে, হাতে হাত রেখে জীবনের পথে হাঁটতে চাইলে পরস্পরকে ভালো করে জেনে নেওয়া উচিত। তবে আপনার সঙ্গীর মনে যদি বিন্দুমাত্র প্রেমের লেশ না থাকে তাহলে তিনি নিজের সম্পর্কে বেশি কিছু আপনাকে বলতে চাইবেন না। হাজারবার জিজ্ঞেস করার পরও যদি সঙ্গী আপনাকে তার বিষয়ে বিন্দুমাত্র খোলসা না করে তাহলে সতর্ক হওয়ার সময় এসেছে। 

আরও পড়ুন- 
 
 
 

আপনাকে নিয়েও নেই জিজ্ঞাসা

সাধারণত টাইমপাস রিলেশনে বিশ্বাসী মানুষরা সঙ্গীর বিষয়ে তেমন কিছুই জানতে চান না। তাই আপনার সঙ্গীর যদি আপনার কিংবা আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা না থাকে তাহলে এই সম্পর্ক আগাবেন কিনা ভালো করে ভাবুন। যে আপনাকে জানতেই চেষ্টা করেন না, সে কি আদৌ আপনাকে ভালোবাসে?  

relation4

ভবিষ্যত নিয়ে নেই পরিকল্পনা 

নারীরা সাধারণত পুরুষের থেকে এগিয়ে ভাবেন। তাই তারা কোনো সম্পর্কে থাকলে প্রথম থেকেই আগামীর ছক কষে নেন। এটাই তাদের স্বাভাবিক প্রবৃত্তি। তবে মিষ্টি সম্পর্কে থাকার পরও প্রেমিকা যদি ভবিষ্যৎ নিয়ে কোনো কথাই না বলেন তাহলে বুঝতে হবে এই সম্পর্কে সে মন থেকে আগ্রহী নয়। এমন পরিস্থিতিতে পড়লে সরাসরি প্রেমিকাকে সম্পর্কের ভবিষ্যত নিয়ে প্রশ্ন করুন। দেখুন তিনি কী উত্তর দেন। এরপর সিদ্ধান্ত নিন। 

আরও পড়ুন- 
 
 
 

দেখা সাক্ষাতে অনীহা 

সঙ্গী কি আপনার সঙ্গে তেমন একটা দেখা করতে চান না? চ্যাটিং আর ফোনে কথা বলে সময় কাটাতে ভালোবাসেন? তাহলে একটু সতর্ক হোন। বারবার অনুরোধ করার পরও সঙ্গী যদি দেখা করতে না চান তাহলে এই সম্পর্কে তিনি সিরিয়াস নন। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর