শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভালোবাসা: হৃদয় না মস্তিষ্কের খেলা?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩০ এএম

শেয়ার করুন:

ভালোবাসা: হৃদয় না মস্তিষ্কের খেলা?

সবসময় শুনেছেন প্রেম অযৌক্তিক। আমরা যখন কাউকে প্রচণ্ডভাবে পছন্দ করি তখন কিছুই চিন্তা করি না। অপ্রত্যাশিত কোনো কাজ করার সাহস করে ফেলি। যাকে গোপনে পছন্দ করি বা ভালোবাসি, শুধুই তার মন জয় করতে চাই। অনেকেই বুঝতে পারেন যে, এই কাজগুলোর ধারণা আসে মস্তিষ্ক থেকে এবং অনুভূতি বা আবেগ আসে হৃদয় থেকে। 

প্রায়ই কিছু প্রেমের উক্তি শোনা যায়। যেমন— ‘আমি তোমাকে আমার সমস্ত হৃদয় দিয়ে ভালবাসি’, ‘আমার ভালবাসা অযৌক্তিক, কারণ এটি শুধু হৃদয়ের আবেগ’। এই কথাগুলো শুনলে মনে হয় ভালোবাসা সৃষ্টি আসলে হৃদয় থেকে। প্রশ্ন হচ্ছে আসল সত্য কী? ভালোবাসা কি হৃদয় থেকে আসে? নাকি এটি মস্তিষ্কের বিষয়? 


বিজ্ঞাপন


love

কিছু মানুষ মনে করেন প্রেম যুক্তিযুক্ত নয়, শুধু আবেগপূর্ণ। এটি ভুল ধারণা। বিজ্ঞানের মতে, ভালোবাসা সরাসরি মস্তিষ্কের সঙ্গে সম্পর্কিত। প্রেম মস্তিষ্কের বাহিরের স্তরের সঙ্গে সম্পর্কিত, যাকে সেরিব্রাম বলে। এটি মস্তিষ্কের আকারের প্রায় ৮০ শতাংশ। মস্তিষ্ক মানুষের শেখার কেন্দ্র যা স্মৃতি, বিশ্লেষণ, সৃজনশীলতা, যুক্তি এবং সিদ্ধান্ত গ্রহণ। মস্তিষ্কে ভালবাসার চিন্তাগুলো আসা অদ্ভুত কিছু নয়। 

মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার থেকে মেজাজ বা অনুভূতির সৃষ্টি হয়। এর লিম্বিক তন্ত্র প্রেম, ভয় ও অন্যান্য অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করে। যেমন— কারো প্রেমে পড়লে তখন মানুষ উত্তেজিত হয় এবং হৃদস্পন্দন বেড়ে যায়। কারণ, ডোপামিন হরমোন নিঃসরিত হয়। এটি সুখের অনুভূতি সৃষ্টি করে।

love


বিজ্ঞাপন


গবেষকরা দেখেছেন যে, ভালোবাসার মানুষের কাছাকাছি থাকলে এই রাসায়নিক পদার্থ শরীরে পাওয়া যায়। নেশাজাতীয় কিছু গ্রহণ করলে যেমন অনুভূতি হয়, ব্যাপারটি অনেকটা তেমন। এটি মস্তিষ্কের ডোপামিন নিউরোট্রান্সমিটার। এটি খুবই কার্যকর। এই রাসায়নিক সীমিত পরিমাণে গ্রহণ করলে অনেক বেশি উদ্যমী হয়ে উঠেন। তাই রাসায়নিকটি নিঃসরিত হলে আমরা খুশি হই এবং কোনো কিছু চিন্তা না করেই ভালোবাসার মানুষের জন্য পাগলামি করি।

বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে প্রেম মস্তিষ্কের কার্যক্রম থেকে আসে। মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার থেকেই প্রেমের কারণ এবং আবেগ তৈরি হয়। বিজ্ঞানের দৃষ্টিতে ভালবাসার মানুষকে বলতে হবে, ‘আমি মস্তিষ্ক থেকে তোমাকে ভালবাসি’। কিংবা আমি তোমাকে এই হৃদয় দিয়েছি বলার পরিবর্তে বলতে হবে ‘আমি তোমাকে মস্তিষ্ক দিয়েছি’। এই কথাগুলো রোমান্টিক নয়। যদিও প্রেম মস্তিষ্ক থেকে আসে কিন্তু মন থেকেই অনুভূতি প্রকাশ করি। তাই ভালোবাসার কারণ ও আবেগ সবসময় পাশাপাশি থাকবে।

এমএইচটি/এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর