শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

টাটকা ফলের চেয়ে বেশি উপকার ড্রাই ফ্রুটসে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৪, ০৫:৩৯ পিএম

শেয়ার করুন:

fruits

টাটকা ফল যেমন উপকার তেমনি ড্রাই ফ্রুটসেও। ক্ষেত্র বিশেষে এই শুকনা ফল টাটকা ফলের চেয়েও বেশি পুষ্টগুণে ভরা। বিশেষ করে কর্মব্যস্ত পুরুষদের কর্ম ক্লান্তি দূর করতে এই ফলের জুড়ি নেই।   

natok


বিজ্ঞাপন


ইনস্ট্যান্ট এনার্জি

ইনস্ট্যান্ট এনার্জি দিতে দারুণ উপকারী ড্রাই ফ্রুটস। কাজের চাপে ক্লান্তি লাগলে পুষ্টিবিদদের পরামর্শ মুখে চালান করুন খানকতক ড্রাই ফ্রুটস।

dry

ডুমুরের গুণে চাঙ্গা শরীর


বিজ্ঞাপন


পুরুষদের প্রতিদিনের ডায়েটে অবশ্যই রাখা উচিত শুকনো ডুমুর। জিঙ্কের উৎকৃষ্ট উৎস ডুমুর।

dry2

টেস্টোস্টেরন বাড়াতে জুড়ি নেই

পুরুষদেহে সবথেকে প্রয়োজনীয় হরমোন টেস্টোস্টেরন। এর মাত্রা বাড়াতে সাহায্য করে জিঙ্ক।

আরও পড়ুন: দিনে কয়টি ডিম খাবেন?

বাড়ে স্ট্যামিনা

ডুমুরের গুণে বাড়ে স্ট্যামিনাও। তাহলে দিনের শেষেও যথেষ্ট অ্যাক্টিভ থাকতে পারেন পুরুষ।

dry-4

ভিটামিন মিনারেলসের খনি

গুড ফ্যাট থেকে ভিটামিন মিনারেলসের খনি ড্রাই ফ্রুটস। নির্দিষ্ট পরিমাণে খেলে মেটে পুষ্টির ঘাটতি।

পেস্তা রোগ থেকে দূরে রাখে

হাইফাইবার পেস্তা প্রোটিন, ভিটামিন সি, ক্যালশিয়াম, আয়রন, পটাশিয়ামের খনি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর