কেবল পুষ্টিবিদ নয়, বর্তমানে অনেকেই ওজন কমাতে ভরসা রাখেন গুগলের ওপর। কেউ কেউ আবার ইউটিউবে ভিডিও দেখে শুরু করেন কড়া ডায়েট। এতেই ভুল হয়। কেননা শরীরের গঠন, শারীরিক অসুস্থতার ওপর নির্ভর করে একেক জনের ডায়েট চার্ট একেক রকম হয়ে থাকে।
বিজ্ঞাপন
আরও পড়ুন- ওজন কমাতে কেন খাবেন রসুন?
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ডায়েট প্ল্যান মানলে তা শরীরের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে। পুষ্টিবিদদের মতে, ওজন কমানোর ক্ষেত্রে খাওয়াদাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কী খাচ্ছেন, কখন খাচ্ছেন এবং কতটা খাচ্ছেন— এই ৩ বিষয়ের ওপর নির্ভর করছে আপনি ওজন কমাতে পারবেন কি না।

বিজ্ঞাপন
এক এক জনের ডায়েট প্ল্যান এক এক রকম হয়। পুষ্টিবিদদের মতে, ওজন কমাতে চাইলে খাদ্যতালিকা থেকে বাদ দিতে হবে সাদা রঙের ৩টি খাবার। চলুন জেনে নেওয়া যাক এই খাবারগুলো কী কী-
আরও পড়ুন- দ্রুত ওজন কমাতে যে খাবারগুলো খাবেন
সাদা চিনি
ওজন কমাতে সবার আগে বন্ধ করতে হবে চিনি খাওয়া। জিমে গিয়ে যত পরিশ্রমই করুন না কেন, যতক্ষণ না চিনিযুক্ত কেক, মাফিন, কোল্ড ড্রিংক্স খাওয়া বন্ধ না করবেন— কোনো উপকার মিলবে না।

চিনি যে কেবল ওজন বাড়িয়ে দেয় তা নয়। এটি শরীরের হরমোনের ভারসাম্যও নষ্ট করে দেয়। তাই চিনি খাওয়া ছাড়ুন। মিষ্টি কিছু খেতে ইচ্ছা করলে ম্যাপল সিরাপ, মধু বা গুড় খেতে পারেন।
আরও পড়ুন- ওজন কমাতে শতভাগ কার্যকর ‘কোরিয়ান ডায়েট’
সাদা ভাত
সাদা ভাতে শর্করার পরিমাণ বেশি। এই স্টার্চ খুব সহজেই ওজন বাড়িয়ে দিতে পারে। ওজন কমানোর জন্য ভাত খাওয়া একেবারে ছেড়ে না দিলেও পরিমাণ নিয়ে সতর্ক হতে হবে। অধিকাংশ মানুষ ঠিক পরিমাণ ভাত খান না। কেবল ওজন নয়, রক্তে শর্করার মাত্রাও বাড়িয়ে দেয় ভাত। ভাত খেতে হলেও ব্রাউন রাইস খান, সাদা ভাত নয়।

সাদা পাউরুটি
সকালের নাশতায় অনেকেই পাউরুটি খান। কিন্তু আপনি যদি ওজন কমানোর মিশনে থাকেন তবে সাদা পাউরুটি খাওয়া বন্ধ করতে হবে। ময়দায় ফাইবার, ভিটামিন, খনিজ পদার্থের পরিমাণ বেশি। কিন্তু যখনই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা পাউরুটিতে পরিণত হয়, তখন এর স্বাস্থ্যগুণ নষ্ট হয়ে যায়। তাই ওজন কমাতে চাইলে সাদা পাউরুটি খাওয়া বাদ দিতে হবে।
এনএম

