শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

Weight Loss Tips

দ্রুত ওজন কমাতে যে খাবারগুলো খাবেন 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৩, ০২:১৬ পিএম

শেয়ার করুন:

weight loss

দেহের বাড়তি ওজন যে কেবল পছন্দের পোশাক পরার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে তেমনটা নয়। নানা শারীরিক জটিলতার কারণ এটি। ওজন কমানোর জন্য অনেক উপায় রয়েছে। তবে এক্ষেত্রে বড় বাধা হলো দেহের মেটাবলিজমের অভাব। 

মেটাবলিজম বাড়লে ওজন কমানোর প্রক্রিয়া আরও দ্রুত হয়। দেহের মেটাবলিজম বাড়ানোর বেশ কিছু উপায় রয়েছে। পুষ্টিবিদদের মতে, কিছু খাবার রয়েছে যা দেহের মেটাবলিজমের হার বাড়াতে সাহায্য করে। চলুন জানা যাক সেগুলো কী- 


বিজ্ঞাপন


almond

ভেজানো কাঠবাদাম 

সকালের শুরু করুন ভেজানো কাঠবাদাম খেয়ে। আমন্ড বা কাঠবাদামে আছে ম‍্যাগনেসিয়াম। এই উপাদানটি মেটাবলিজম বাড়াতে সাহায‍্য করে।

আরও পড়ুন- পেটের ভুঁড়ি কমাতে সকালে যে কাজগুলো করবেন


বিজ্ঞাপন


তামার পাত্রে পানি 

গবেষণা অনুযায়ী তামার পাত্রে রাখা পানি অতিরিক্ত ওজন কমাতে সাহায‍্য করে। এছাড়া তামার পাত্রে রাখা পানি হজমেও সাহায‍্য করে।

proetin

সকালের নাশতায় প্রচুর প্রোটিন

শরীরের জন্য অত‍্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান প্রোটিন। এটি খাদ্যের তাপীয় প্রভাব বা থারমাল এফেক্ট অফ ফুড বিপাক ক্রিয়া বৃদ্ধি করে। দুধ, ডিম, পনির, সয়া, মসুর ডাল ইত্যাদি প্রোটিনের ভালো উৎস। সকালের নাশতায় বেশি পরিমাণ প্রোটিন রাখুন। 

আরও পড়ুন- ১৫ দিনে ৫ কেজি ওজন কমানোর উপায়

এক গ্লাস গরম পানি

প্রতি ঘন্টায় এক গ্লাস গরম পানি খেলেও দেহের মেটাবলিজম বাড়ে। ওজন কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে গরম পানি। 

cinamon-tea

দারুচিনি

ওজন কমাতে সাহায্য করে দারুচিনি। গ্রিন টি’র সঙ্গে দারুচিনি গুঁড়া মিশিয়ে পান করুন। উপকার মিলবে। 

আরও পড়ুন- যেভাবে ১০ মাসে ৩১ কেজি ওজন কমিয়েছেন এই নারী

এলাচের চা

দুপুরের খাবার পর খেতে পারেন এক কাপ এলাচ চা। মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এই মশলাটি। 

exrecise

শারীরিক ব্যায়াম 

কেবল খাবারের দিকে নজর দিলে হবে না। সারাক্ষণ বসে থাকার কারণেও বাড়ছে ওজন। তাই অল্প সময় হলেও ব্যায়াম করুন। স্ট্রেচিং, জগিং বা সাইকেলিং করতে পারেন। 

উপবাস

কিছু না খেয়ে থাকা বা উপবাস শরীরের জন্য অত‍্যন্ত উপকারী। ওজন কমানো থেকে শুরু করে মেটাবলিজম বাড়ানো সবকিছুতেই সাহায‍্য করে ইন্টারমিটেন্ট ফাস্টিং।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর