মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

অটোচালক রনি হত্যায় জর্জের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৭ পিএম

শেয়ার করুন:

loading/img

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অটোরিকশা চালক মো. রনি হত্যা মামলায় কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে বুধবার (১৮ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তা জর্জকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার উপস্থিতিতে রিমান্ড শুনানি হবে।


বিজ্ঞাপন


মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে জর্জকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে কুষ্টিয়া ও ঢাকায় একাধিক হত্যা মামলা আছে।

জর্জ কুষ্টিয়া-৪ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন পাননি।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন