মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ঢাকা

আমিরাতে হাজার হাজার ভারতীয়র হোলি উৎসব

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৩, ১০:৫৩ এএম

শেয়ার করুন:

loading/img

সংযুক্ত আরব আমিরাতে হলি উৎসবে মাতল ভারতীয়রা। আবুধাবি, দুবাইয়ের মতো শহরে হাজার হাজার ভারতীয় এই উৎসবে অংশ নেয়। ভারতে বুধবার হোলি উৎসব। সেই উৎসব রোববার আমিরাতে পালন করেছে ভারতীয়রা।

সংযুক্ত আরব আমিরাতের ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয় সুধীর রোববার আবুধাবির খলিফা পাকে হোলির উদযাপনে অংশ নেন। খবর খালিজ টাইমসের


বিজ্ঞাপন


ভারতীয় বিভিন্ন সংগঠন মিলে এই উৎসবের আয়োজন করে। হাজার হাজার প্রবাসী ভারতীয় এতে অংশ নিয়ে রঙের খেলায় মাতেন।

 Indian expats mark Holi

সুধীর বলেন, 'হোলি বিশ্বব্যাপী ভারতীয়দের মধ্যে আনন্দ এবং একতার উৎসব। করোনা মহামারির প্রায় তিন বছর পর এই প্রথম হোলি উৎসব উদযাপন করা হলো।'

উৎসবটি ভারতের অনেক জায়গায় 'বসন্ত উৎসব' হিসেবে পালিত হয়। এটি শীতের বিদায় হিসাবেও বিবেচিত হয়। হিন্দু মাসের ফাল্গুনে 'পূর্ণিমা' পূর্ণিমার দিন সন্ধ্যায় উৎসব শুরু হয়। হোলির প্রথম দিনটি 'ছোট হোলি' নামেও পরিচিত এবং পরের দিনটি প্রিয়জনদের মধ্যে রং দিয়ে উদযাপন করা হয়।


বিজ্ঞাপন


 Indian expats mark Holi

দুবাইতে রঙের উৎসব উপলক্ষে হাজার হাজার ভারতীয় দুবাই স্পোর্টস সিটির স্কয়ারে ভিড় করেছিল। শিখা আগরওয়াল, চৌদ্দ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের ভারতীয় প্রবাসী। তিনি বলেন, আমিরাত তাদের আরেকটি বাড়ি মনে হয়। এখানে সব ধরনের উৎসব পালন করতে পারি। দুবাইতে পাঁচ হাজারেরও বেশি ভারতীয় হোলি উপভোগ করেছে।

 Indian expats mark Holi

আরেক ভারতীয় প্রবাসী অর্পিতা দেশাই বলেন, এই দেশকে আমাদের বাড়ি মনে হয়। এখানে আমরা আমাদের সংস্কৃতি ভুলে যাই না এবং ভালবাসা এবং হাসির সাথে উদযাপন করি।'

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন