চলচ্চিত্র নির্মাণে এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ ইরান। দেশটির পরিচালকদের নির্মিত সিনেমাগুলো সারা বিশ্বেই সমাদৃত। সেই ইরানে আগামী ১৭ মে শুরু হতে যাচ্ছে ১৮তম আন্তর্জাতিক প্রতিরোধ চলচ্চিত্র উৎসব। আট দিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ২৪ মে।
প্রতিরোধের ক্ষেত্রে দীর্ঘকাল ধরে অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমাটিক ইভেন্ট হিসেবে স্বীকৃত এই উৎসব ২৪মে খোররামশাহ শহরের মুক্তির বার্ষিকীর সঙ্গে মিল রেখে একটি বিশেষ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।
বিজ্ঞাপন
১৮তম আন্তর্জাতিক প্রতিরোধ চলচ্চিত্র উৎসবের সচিব ডঃ জালাল গাফফারি এক সাক্ষাৎকারে ঘোষণা করেছেন, প্রতিরোধ চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠান এখন থেকে প্রতি বছর ২৪ মে অনুষ্ঠিত হবে।
ইরাকের প্রয়াত স্বৈরশাসক সাদ্দাম হোসেন ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া আট বছরের যুদ্ধের সময় ৫৭৮ দিন খোররামশাহর শহর দখল করে রেখেছিলেন। ১৯৮২ সালের ২৩শে এই শহর মুক্ত করেন ইরানিরা। সূত্র: মেহর নিউজ
ইএ