আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ফরিদা আক্তার পপি। সিনেমাপ্রেমীদের কাছে তিনি ববিতা নামে পরিচিত। সত্তরের দশকের অন্যতম সেরা এ অভিনেত্রী বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। যদিও তাঁর দ্বিতীয় ছবির কাজ মাঝপথে থেমে গিয়েছিল, তবে থেমে যাননি তিনি।
ববিতার অভিনয় জীবনের পেছনে বড় ভূমিকা ছিল তাঁর বড়বোন সুচন্দার। সুচন্দা অভিনীত জহির রায়হান পরিচালিত “সংসার” সিনেমায় শিশুশিল্পী হিসেবে ববিতার আত্মপ্রকাশ ঘটে ১৯৬৮ সালে। যদিও ছবিটি মুক্তি পায়নি, তবে এটাই ছিল তাঁর প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো।

কীভাবে ববিতা নাম পেলেন?
পরবর্তীতে আব্দুল্লাহ আল মামুনের টেলিভিশন নাটক ‘কলম’-এ অভিনয় করেন তিনি। এরপর জহির রায়হানের ‘জ্বলতে সুরুজ কি নিচে’ চলচ্চিত্রে অভিনয় করতে গেলে ‘ববিতা’ নামটি প্রস্তাব করেছিলেন ছবির প্রযোজক আফজাল চৌধুরী এবং তাঁর স্ত্রী।
বিজ্ঞাপন
১৯৬৯ সালে ববিতা প্রথমবারের মতো নায়িকা চরিত্রে অভিনয় করেন ‘শেষ পর্যন্ত’ সিনেমায়। জানা যায় এ ছবিতে অভিনয়ের জন্য তিনি ১২ হাজার টাকা পারিশ্রমিক পান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তরতর করে শুধু সামনে এগিয়েছেন। কুড়িয়েছেন কোটি মানুষের ভালোবাসা।

১৯৭৫ সালে প্রথম ‘বাদী থেকে বেগম’ সিনেমায় চাঁদনী চরিত্রে অভিনয় করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর তিনি একে একে ‘নয়নমনি’, ‘ বসুন্ধরা’, ‘ রামের সুমতি’, ‘পোকা মাকড়ের ঘরবসতি’, ‘হাসন রাজা’, ‘কে আপন কে পর’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি ‘আজীবন সম্মাননা’ লাভ করেন।
গ্রামীণ কাহিনি হোক বা শহুরে, সামাজিক নাটক হোক কিংবা অ্যাকশনধর্মী সিনেমা— সব চরিত্রেই তিনি ছিলেন অসাধারণ। অভিনয়ের পাশাপাশি তাঁর স্টাইল ও ফ্যাশনও সমসাময়িক কলেজপড়ুয়া তরুণদের ব্যাপকভাবে প্রভাবিত করেছিল।
১৯৫৩ সালের ৩০ জুলাই বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। ববিতা বেড়ে উঠেছেন এক সংস্কৃতিমনা পরিবারে। তাঁর বড় বোন সুচন্দা এবং ছোট বোন চম্পা দুজনেই খ্যাতিমান অভিনেত্রী। টানা তিন দশকেরও বেশি সময় ধরে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। যা দিয়ে কোটি ভক্তের হৃদয়ে তিনি স্থায়ী আসন গড়ে নিয়েছেন। তাঁর অসাধারণ অভিনয়গুণ, সৌন্দর্য ও ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
অভিনেত্রীর স্বামী ইফতেখারুল আলমের অকালমৃত্যুর পর তিনি একমাত্র সন্তান আনিককে নিয়েই গড়ে তুলেছেন তাঁর জীবন। বর্তমানে ছেলের কাছে কানাডায় অবস্থান করছেন কিংবদন্তি অভিনেত্রী।
আজ ঢাকাই চলচ্চিত্র অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র চিত্রনায়িকা ববিতার ৭১তম জন্মদিন।
ইএইচ/

