শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেক অ্যাকাউন্ট থেকে ববিতার নামে মিথ্যা প্রচার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ০৩:৪১ পিএম

শেয়ার করুন:

ফেক অ্যাকাউন্ট থেকে ববিতার নামে মিথ্যা প্রচার

ঢালিউড চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। সত্তর দশকের নন্দিত চিত্রনায়িকা একসময় রুপালি পর্দা কাঁপানো সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ের মনি কোঠায় জায়গা করেন নেন। অভিনেত্রী এখন সিনেমায় অনিয়মত। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব অভিনেত্রী। 

কী দিয়ে ইফতার করেন ববিতা


বিজ্ঞাপন


গতকাল সোমবার হঠাৎ করেই খবর ছড়ায় অসুস্থ হয়ে পড়েছেন কিংবদন্তি এ নায়িকা। আর এ নিয়ে সামাজিক মাধ্যমে হইচই পড়ে যায়। তবে অভিনেত্রী জানিয়েছেন তার ছবি ব্যবহার করে ফেক অ্যাকাউন্ট থেকে অসুস্থতার খবর ছড়ানো হয়েছে। 

6ac0749f58c5259ebd3800d4e7654f1e-66b873a7896f6_20240811_153937333

অসুস্তার বিষয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি ফেসবুক ব্যবহার করি না। এটা বারবার আমি বলেছি। তারপরেও ফেসবুক থেকে এমন একটি স্পর্শকাতর খবর ছড়ানো হলো এতে আমি ভীষণ দুঃখ পেয়েছি। আমি আইনি পদক্ষেপ নিয়েছি এর আগে, কিন্তু আমার ওই ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালায় তা কোনোভাবেই শনাক্ত করা যায়নি।’ 

দেশ ছেড়েছেন ববিতা


বিজ্ঞাপন


এসব ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন ববিতা। তিনি বলেন, ‘আমি তো জানি আমার কথা। কারণ আমার পরিচিতি কেউ দেখা হলে কখনো কখনো বলে, "আপা আমি তো আপনার ফেসবুকে আছি, আপনার সঙ্গে মেসেজে কথা বললাম। আমি অবাক হয়ে বলি, আমার তো ফেসবুক নেই, কার সঙ্গে কথা বলেছেন।" এভাবে তো বহু প্রতারণা করছে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে।’

ববিতা এখন ঢাকার গুলশানের বাসাতেই আছেন জানিয়ে বললেন, ‘আমি এখন ঢাকাতেই আমার বাসায় আছি, আল্লাহর রহমতে সুস্থ আছি। আপনারা একটু লিখে দেন যে আমার কোনো ফেসবুক নেই, আর আমি সুস্থ অবস্থায় বাসাতেই আছি।’ 

ফারুক ভাই ছিলেন মাটির মানুষ: ববিতা

এর আগে একটি ফেক অ্যাকাউন্ট থেকে স্যালাইন লাগানো হাতের ছবি পোস্ট করতে দেখা যায়। ছবি দেখে অনুরাগীরা ধারণ করেন তার বর্তমান শারীরিক অবস্থা ভালো না। 

১৯৬৮ সালে ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে ববিতার আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে নিয়মিতই অভিনয় করেছেন। অভিনয়জীবনে কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশি বিদেশি অসংখ্য পুরস্কার। 

ইএইচ/

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর