ঢালিউড চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ফারিদা আক্তার ববিতা। সিনেমায় আসার পর পরিচিতি পেয়েছেন ববিতা নামে। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন আড়াইশোর অধিক সিনেমায়। তবে বর্তমানে সিনেমায় অনিয়মিত। বছরের বেশিরভাগ সময় কানাডায় অভিনেত্রীর ছেলের কাছেই থাকেন। মাঝে মাধ্যে দেশেও থাকেন।
বিজ্ঞাপন
অনেকটা নিরবেই গত তিন মাস আগে দেশে ফিরেছেন। দেশে এসে ঈদুল ফিতর এবং পয়লা বৈশাখ উদযাপন করেছেন। এরইমধ্যে গত সোমবার ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রীর অসুস্থাতার খবর ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে হইচই পড়ে যায়।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন বর্তমানে তিনি সুস্থ আছেন এবং নিজের বাসাতে আছেন। তার নামে আইডি খুলে দুইদিন পর পর মন গড়া স্ট্যাটাসে দেখে বিরক্ত অভিনেত্রী।
বিজ্ঞাপন
এবারের ঈদে শাকিব খানের ‘বরবাদ’ মানুষের মন জয় করেছে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে। দেশের সিনেমার সুদিন ফিরছে তাই অভিনেত্রী নিজেও খুশি। পাশাপাশি ঢালিউড সুপারস্টারের প্রশংসাও করেছেন তিনি। তার ভাষ্য, ‘এগুলো খুবই ভালো দিক। মনে হচ্ছে চলচ্চিত্রের সেই যুগ আবার ফিরতে চলেছে। শুনেছি এবার ঈদে ‘বরবাদ’ ছবির টিকিট বিক্রি এরই মধ্যে ৫০ কোটি টাকা ছাড়িয়েছে। শাকিব তো বরাবরই ভালো অভিনয় করে। এই সময়ের সবচেয়ে বড় তারকা।’

ফারুক ভাই ছিলেন মাটির মানুষ: ববিতা
তবে হতাশার সুরও আছে অভিনেত্রীর কণ্ঠে। ঢালিউড ইন্ডাস্ট্রিতে তারকা সংকট ভাবাচ্ছে সত্তর দশকের সাড়া জাগানো অভিনেত্রীকে। তিনি বলেন, ‘শাকিবের ৫০ কোটি টাকার বাজার রয়েছে এটা কি কেউ ভেবেছে? আমাদের সময়ে বছরে ৬০-৭০টা ছবি মুক্তি পেতে। অনেক তারকা ছিলেন। এখন কিন্তু তারকা সংকট। যার কারণে ছবি নির্মাণের সংখ্যাটা বেশ কম।’ বেশি বেশি ছবি বানানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ববিতা।

দীর্ঘ অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘আবার তোরা মানুষ হ’, ‘ধীরে বহে মেঘনা’, ‘নয়নমণি’র মতো জনপ্রিয় সব ছবি। লম্বা সময় ধরে সিনেমায় দেখা যায়নি। সিনেমাতে ফিরবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপাতত পর্দায় ফেরার পরিকল্পনা নেই। দুই মাস পরেই তো আবার কানাডা চলে যাব। শিডিউল নিয়েও ঝামেলা হবে। তা ছাড়া আরও কিছুদিন দেখি। মাত্র তো চলচ্চিত্রের সুদিন ফিরতে শুরু করেছে। আমার বিশ্বাস, আগামীতে সুন্দর সুন্দর গল্পে, দারুণ সব ছবি নির্মিত হবে। তখন আমিও না হয় নতুন করে ভাবব।’
ইএইচ/

