রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইনি ব্যবস্থা নেবেন ববিতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫, ০১:০২ পিএম

শেয়ার করুন:

আইনি ব্যবস্থা নিবেন ববিতা

সত্তর দশকের নন্দিত চিত্রনায়িকা ববিতা অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন আড়াই শোর অধিক সিনেমা। শোবিজে যাত্রা শুরু করেন ‘সংসার’ চলচ্চিত্র অভিনয়ের মধ্য দিয়ে। সম্প্রতি রুপালি পর্দা কাঁপানো অভিনেত্রীর অসুস্থাতার খবর ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে হইচই পড়ে যায়। 

ফারুক ভাই ছিলেন মাটির মানুষ: ববিতা


বিজ্ঞাপন


গতকাল মঙ্গলবার অসুস্তার বিষয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি এখন ঢাকাতেই আমার বাসায় আছি, আল্লাহর রহমতে সুস্থ আছি। আপনারা একটু লিখে দেন যে আমার কোনো ফেসবুক নেই, আর আমি সুস্থ অবস্থায় বাসাতেই আছি।’

5768c1dd2c6164cfa3ab62d23af2af37-680637d7452c8

অভিনেত্রীর অসুস্তার খবর ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, ‘আমি ফেসবুক ব্যবহার করি না। এটা বারবার আমি বলেছি। তারপরেও ফেসবুক থেকে এমন একটি স্পর্শকাতর খবর ছড়ানো হলো এতে আমি ভীষণ দুঃখ পেয়েছি। আমি আইনি পদক্ষেপ নিয়েছি এর আগে, কিন্তু আমার ওই ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালায় তা কোনোভাবেই শনাক্ত করা যায়নি।’

কী দিয়ে ইফতার করেন ববিতা


বিজ্ঞাপন


তিনি যোগ করেন, ‘আমি তো জানি আমার কথা। কারণ আমার পরিচিতি কেউ দেখা হলে কখনো কখনো বলে, "আপা আমি তো আপনার ফেসবুকে আছি, আপনার সঙ্গে মেসেজে কথা বললাম। আমি অবাক হয়ে বলি, আমার তো ফেসবুক নেই, কার সঙ্গে কথা বলেছেন।" এভাবে তো বহু প্রতারণা করছে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে।’

এসব ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন ববিতা। অসুস্ততার খবর যারা ছড়িয়েছে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। 

ফেক অ্যাকাউন্ট থেকে ববিতার নামে মিথ্যা প্রচার

এর আগে গতকাল সোমবার একটি ফেক অ্যাকাউন্ট থেকে স্যালাইন লাগানো হাতের ছবি পোস্ট করতে দেখা যায়। ছবি দেখে অনুরাগীরা ধারণ করেন তার বর্তমান শারীরিক অবস্থা ভালো না। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর