বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

কী দিয়ে ইফতার করেন ববিতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ০২:৫০ পিএম

শেয়ার করুন:

loading/img

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ফারিদা আক্তার ববিতা। সিনেমায় আসার পর পরিচিতি পেয়েছেন ববিতা নামে। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন আড়াইশোর অধিক  সিনেমায়। এরমধ্যে  ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘আবার তোরা মানুষ হ’, ‘ধীরে বহে মেঘনা’, ‘নয়নমণি’র মতো জনপ্রিয় সব ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন অভিনেত্রী। 

দেশ ছেড়েছেন ববিতা


বিজ্ঞাপন


সত্তর দশকের রুপালি পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী এখন অভিনয়ে থেকে অনেকটাই দূরে। তবে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করেন ব্যক্তিজীবনের নানা মুহূর্ত। এবার অভিনেত্রীর অনুসারীদের উদ্দেশে এক ছবি পোস্টে জানালেন পবিত্র রমজানের ইফতারিতে কি খেতে পছন্দ করেন তিনি।  

486469912_122277618452003479_3379215080388297913_n

ছবিতে দেখা গেছে, পেঁপে ও ইসবগুল এ দুই ধরনের শরবত। ববিতা তার ইফতারের প্রাধান্য দেন দই, খেজুর, কাঠ বাদাম,আনারস , ডাবের পানি ও সিদ্ধ ডিম । ওই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ভাজাপোড়া খেতে পারি না।

ফারুক ভাই ছিলেন মাটির মানুষ: ববিতা


বিজ্ঞাপন


অভিনেত্রীর পোস্টে অনুরাগীদের পাশাপাশি নির্মাতা চয়নিকা চৌধুরী, গায়ক এসডি রুবেল প্রতিক্রিয়া জানিয়েছেন। পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, চমৎকার আয়োজন ম্যাম। এরকম আয়োজনে আপনার সাথে ইফতারিতে বসতে চাই। অন্য একজন লিখেছেন, পুষ্টিগুণ সম্পন্ন স্বাস্থ্য সম্মত ইফতারি। 

477970935_122267624336003479_5734733458858210925_n

অভিনয়জীবনে কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশি বিদেশি অসংখ্য পুরস্কার। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর

News Hub