রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফারুক ভাই ছিলেন মাটির মানুষ: ববিতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০২৩, ০২:৩৫ পিএম

শেয়ার করুন:

ফারুক ভাই ছিলেন মাটির মানুষ: ববিতা

কিংবদন্তি অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে। ফেসবুকের জমিনে তাকে নিয়ে লিখছেন শোকগাঁথা। এ নায়কের মৃত্যু শুনে বাকরুদ্ধ চিত্রনায়িকা ববিতা।

সংবাদমাধ্যমকে ববিতা বলেন, ’নায়ক ফারুকের সঙ্গে আমার পরিচয় হয় অনেক বছর আগে। শুনেছি ব্যক্তিজীবনে তিনি অনেক সাহসী ও রাগী ছিলেন। তবে, শিল্পীজীবনে তিনি ছিলেন মাটির মানুষ। ক্যামেরার সামনে সত্যিই মাটির মানুষ হয়ে যেতেন। কীভাবে সংলাপ দিতে হবে, কীভাবে দৃশ্যটি আরও সুন্দর হবে—বিষয়গুলো নিয়ে তিনি ভাবতেন।’


বিজ্ঞাপন


এরপর তিনি বলেন, ‘ফারুক ভাই অনেকদিন ধরে দেশের বাইরে চিকিৎসা নিচ্ছিলেন। শুনেছিলাম অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। কয়েক মাস আগে তার পরিবারের সঙ্গে কথা হয়েছিল। কী থেকে কী যে হয়ে গেল! প্রিয় মানুষটি আর নেই।’

ফারুক-ববিতা জুটি বেঁধে উপহার দিয়েছেন বেশকিছু কালজয়ী ছবি। এগুলো হলো, 'নয়নমণি', 'লাঠিয়াল' ও 'গোলাপী এখন ট্রেনে'।

আজ সোমবার সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের নানা জটিলতায় ভুগছিলেন। দুই বছর আগে ২০২১ সালে সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষায় রক্তের সংক্রমন ধরা পড়লে তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর