রোববার, ২৩ মার্চ, ২০২৫, ঢাকা

 সেহরি রান্নার সময় প্রতিপক্ষের হামলায় নারী নিহত

জেলা প্রতিনিধি, নেত্রকোনা 
প্রকাশিত: ২০ মার্চ ২০২৫, ০৫:৪৪ পিএম

শেয়ার করুন:

loading/img
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করছে পুলিশ

নেত্রকোনার আটপাড়ায় সেহরি রান্নার সময় প্রতিপক্ষের হামলায় নূরজাহান বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।


বিজ্ঞাপন


এ ঘটনায় পরিবারের আরও চার সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে আটপাড়া উপজেলার বাশাটি গণিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে পুলিশ। 

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


নিহত নূরজাহান বেগম উপজেলার বাশাটি গণিপুর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত তিনটার দিকে পরিবারের সদস্যদের জন্য সেহরি রান্না করছিলেন নূরজাহান। এ সময় একই গ্রামের প্রতিপক্ষ মোহন মিয়া ও তার লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় নূরজাহান ও তার স্বামী বাবুল মিয়াসহ পরিবারের পাঁচজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে মমেক হাসাপাতালে পাঠানো হয়েছে। সেখানে নিয়ে যাওয়ার পর ভোরে নূরজাহানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অপর চারজনের মধ্যে বাবুল মিয়ার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর