বয়স ৮২ -এর ঘরে। তবুও তার ধারেকাছে নেই তরুণ অভিনেতারা। তিনি অমিতাভ বচ্চন। সিনেমা থেকে রিয়েলিটি শো সর্বত্র দাপট তার। তবে এবার নাকি দাড়ি টানতে চাইছেন বিনোদন দুনিয়াকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এসেছে এ তথ্য।
টুইটারে নিয়মিত বিগ-বি। সেখানেই অভিনয় থেকে অবসরের ইঙ্গিত বচ্চনের। তিনি লিখেছেন, ‘Time to go…’, বাংলায় তর্জমা করলে দাঁড়ায়- “বিদায় নেওয়ার সময় এসেছে।”
বিজ্ঞাপন
তাতেই সরগরম নেট পাড়া। অনুসারীরা তো খাবি খাচ্ছেন। কারও প্রশ্ন, ‘কী হয়েছে স্যর?’ কেউ লিখেছেন, ‘এত তাড়াহুড়োর কী আছে স্যর?’ কেউ জানতে চাইলেন এরকম পোস্টের অর্থ।
অনুরাগীদের একাংশের আশঙ্কা, ‘বলিউডকে আলবিদা জানাচ্ছেন না তো!’ কেউ কেউ আবার ইতিবাচকভাবনা নিয়ে প্রশ্ন ছুঁড়লেন, ‘পরবর্তী সিনেমার সেটে যাওয়ার সময়ের কথা বলছেন তো?’
তবে অনুরাগীদের কৌতূহল নিবৃত্ত করতে এগিয়ে আসেননি। তাই দুশ্চিন্তার মেঘ গেড়ে বসেছে তাদের মনে। অনেকে এর কারণ খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু পাচ্ছেন না। কেননা এই বয়সেও তরুণ অমিতাভ। অসুস্থতা, অস্ত্রোপচার থামাতে পারেনি তাকে। তবে ঠিক কী কারণে এই থেমে যাওয়ার ইঙ্গিত? উত্তর অধরাই রয়ে গেছে।