দরজায় কড়া নাড়ছে ঈদ। কয়েকদিন পরেই ঈদুল ফিতর উদযাপন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পানে ছুটবে মানুষ। ঈদের এখনও দিন দশেকের মতো বাকি থাকলেও ঈদযাত্রার সময় ও ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, তা জানতে চায় মানুষ।
উষ্ণতম মাস এপ্রিলের প্রথম সপ্তাহে এবারের ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ঈদের আগে, ঈদের দিন ও ঈদের পরের কয়েকদিন বাংলাদেশে কি বৃষ্টি হবে, না অতিরিক্ত গরম পড়বে এ নিয়ে অনেকের কাছে ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ ঈদের আগে বা পরে অতিরিক্ত গরম পড়লে বা বৃষ্টি হলে ঘরমুখো মানুষকে ভোগান্তি পোহাতে হবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সকাল ৯টায় আবহাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এসব বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
২৪ ঘণ্টায় এসব অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে এই বৃষ্টিপাত ও মেঘাচ্ছন্ন আবহাওয়া দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকবে না। বরং আগামী ২২ বা ২৩ শে মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এই হালকা বৃষ্টিপাত থাকবে এবং এরপর কমে আসবে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, সিলেট ও রাজশাহীর বিভিন্ন স্থানে বৃষ্টি চলছে। আজ ঢাকায়ও বৃষ্টি হতে পারে। কালবৈশাখীর মতো হঠাৎ গরমের পর বৃষ্টি হতে পারে।
আফরোজা সুলতানা আরও বলেন, ২৩ মার্চের পর থেকে গরম পড়বে। কয়েকদিনের মাঝেই তাপমাত্রা বেড়ে যাবে।
বিজ্ঞাপন
ঈদের দিনও বেশ গরম পড়ার সম্ভাবনা আছে জানিয়ে তিনি বলেন, এ সময় তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মাঝে থাকবে। আর যে’দিন বৃষ্টি হবে, তখনও তাপমাত্রা অত না বাড়লেও গরমের অনুভূতি থাকবে।
এছাড়া আবহাওয়া অধিদফতরের মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মার্চের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিকে এক থেকে দুটি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেইসঙ্গে, তাপমাত্রাও ক্রমান্বয়ে বাড়তে থাকবে।
এমআর