সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ঢাকা

‘আমার প্রতিটি নিশ্বাস তোমাকে খুঁজছে মা’ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৪, ০১:১১ পিএম

শেয়ার করুন:

loading/img

সদ্য মা হারিয়েছেন অভিনেত্রী পূজা চেরি। সেই শোক তিনি ভুলতে পারছেন না। নায়িকার সোশ্যাল হ্যান্ডেল বলে দিচ্ছে তা। মাঝে মাঝেই সেখানে মাকে নিয়ে লিখছেন আবেগঘন কথাবার্তা। 

আজ মঙ্গলবার পূজা তার ফেসবুকে লিখেছেন, ‘কখনও মুখ ফুটে বলতে পারিনি মামণি, কতটা ভালোবাসি তোমায়। ২টা দিন চলে গেল, মনে হচ্ছে দুই যুগ তুমি নেই মা। যতবারই নিঃশ্বাস নিচ্ছি প্রতিটা নিঃশ্বাস যেন খুঁজছে তোমায়। আমার চোখের জল তোমায় চিৎকার করে ডাকছে। একটিবার এসো মা। না হলে পরের জন্মে কিন্তু তোমার মা হয়ে আমি আসব, পরে কিন্তু অনেক বকা দিব।’


বিজ্ঞাপন


এরপর লেখেন, ‘মা, মাগো, রাতে যখন বালিশের সাথে মাথাটা ছোঁয়ালাম তখন মনে হচ্ছিল—ইশসসস আর কেউ না দেখুক আমি যদি সবসময় তোমাকে দেখতে পারতাম। অন্তত কেউ কিছু বললে তোমার কাছে বিচার দিতে পারতাম। আমি তো তোমাকে দেখতে পারছি না মা, তুমি তো দেখছ। শুধু আমায় পথ দেখিয়ে দিও। তুমি মনে হয় বুঝতে পারছ কি বলছি আমি। ঠিক আছে? ভালো থেকো।’

রোববার (২৪ মার্চ) মারা যান পূজার মা। জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন পূজার মা। কয়েক সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ফলে মিরপুরের একটি হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানে আইসিউতে রাখা হয়। এরপর কিছুটা সুস্থ হয়ে উঠলে বাসায় আনা হয় তাকে। তারপরও শেষরক্ষা হলো না।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন