গ্রামের বাড়িতে ঘুমন্ত অবস্থায় আসাদুজ্জামান নূর শিহাব নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে কুড়িগ্রামের নিজ বাসা থেকে ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা।
বিজ্ঞাপন
শিহাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার গ্রামের মো. আজিজুল হকের ছেলে।
শিহাবের চাচাতো ভাই মামুন ঢাকা মেইলকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে তিনি জানান, শুক্রবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে নিজ ঘরে ঘুমাতে যায় শিহাব। তার মৃত্যু ঠিক কখন ঘটেছে এই বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। শনিবার সকালে অনেক ডাকাডাকি করার পরও কোনো সাড়া না পেয়ে বেলা ১১টার দিক ঘরের দরজা ভেঙে শিহাবের লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে কথা হলে ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঢাকা মেইলকে বলেন, শিহাবের মৃত্যুর বিষয়ে আমরা অবগত না। তার পরিবার থেকে আমাদের সাথে এখনও যোগাযোগ করা হয়নি। তবে এটি অপমৃত্যু কি-না আমরা সে বিষয়ে খোঁজ নিয়ে দেখব।
/আইএইচ