বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘বিকাশ পে লেটার’ এর মাধ্যমে স্মার্টফোন কেনার সুবিধা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ০৭:৫৬ পিএম

শেয়ার করুন:

loading/img

‘বিকাশ পে লেটার’ সেবা ব্যবহার করে গ্রাহকদের জন্য স্মার্টফোন কেনার সুবিধা চালু করতে এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে পার্টনারশিপ করলো সিটি ব্যাংক পিএলসি ও সেলেক্সট্রা লিমিটেড। দেশজুড়ে প্রতিষ্ঠানগুলোর গ্রাহকদের জন্য স্মার্টফোন আরও সহজলভ্য করার লক্ষ্যে সম্প্রতি এই চুক্তি স্বাক্ষর করা হয়।

শনিবার (২২ মার্চ) বিকাশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পার্টনারশিপের ফলে গ্রাহকরা এখন ‘বিকাশ পে লেটার’ সেবা ব্যবহার করে সহজ কিস্তিতে নিজেদের পছন্দের নোকিয়া স্মার্টফোন কিনতে পারবেন। এক্ষেত্রে অর্থায়ন করবে সিটি ব্যাংক পিএলসি আর ডিভাইসের প্রাপ্যতা নিশ্চিত করবে বাংলাদেশে নোকিয়া ও এইচএমডি মোবাইলের ন্যাশনাল ম্যানুফ্যাকচারার ও ডিস্ট্রিবিউটর সেলেক্সট্রা লিমিটেড। নতুন এই উদ্যোগ দেশে উল্লেখযোগ্যহারে স্মার্টফোনের ব্যবহার বাড়াবে এবং দেশের ডিজিটাল রূপান্তরে সাহায্য করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পার্টনারশিপের বিষয়ে বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, “বিকাশ আর্থিক সেবাকে আরও সহজ ও অন্তর্ভুক্তিমূলক করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিকাশ পে লেটার সেবার মাধ্যমে গ্রাহকরা এখন মানসম্পন্ন স্মার্টফোন ব্যবহারে সুযোগ পাবেন, যা ডিজিটাল ইকোসিস্টেমের সাথে তাদের সংযোগ আরও দৃঢ় করবে। সিটি ব্যাংক পিএলসি এবং সেলেক্সট্রা লিমিটেড এর সাথে পার্টনারশিপের মাধ্যমে আমরা ডিজিটাল বিভাজন দূর করার এবং লক্ষ লক্ষ বাংলাদেশিদের ক্ষমতায়নের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলাম।”

সিটি ব্যাংক এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার বলেন, “এই উদ্যোগটিতে অর্থায়ন করতে পেরে আমরা আনন্দিত। বিকাশ পে লেটার-এর মাধ্যমে স্মার্টফোনকে গ্রাহকদের কাছে আরও সহজলভ্য করা হলো। এই উদ্যোগটি আমাদের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির সম্প্রসারণ এবং গ্রাহকদের আরও ফ্লেক্সিবেল পেমেন্ট সল্যুশনস দেয়ার ভিশন-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

সেলেক্সট্রা লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর রিয়াজুল ইসলাম বলেন, “বাংলাদেশে নোকিয়া ও এইচএমডি মোবাইলের ন্যাশনাল ম্যানুফ্যাকচারার ও ডিস্ট্রিবিউটর হিসেবে আমরা বিশ্বাস করি এই পার্টনারশিপ দেশজুড়ে উচ্চমানের স্মার্টফোনের সহজলভ্যতা বাড়াবে। বিকাশ পে লেটার-এর গুণে এবং সিটি ব্যাংকের অর্থায়নের মাধ্যমে গ্রাহকরা এখন আরও সংযুক্ত এবং কার্যকর থাকার জন্য প্রয়োজনীয় ডিভাইসের মালিক হতে পারেন।”


বিজ্ঞাপন


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এইচএমডি গ্লোবাল-এর কান্ট্রি ম্যানেজার কাজি আল আমিন।

পে-লেটার এর মাধ্যমে পেমেন্ট করতে-

  • বিকাশ অ্যাপে পেমেন্ট সিলেক্ট করুন
  • মার্চেন্টের কিউআর স্ক্যান করুন
  • ইন্টারেস্ট নেই ৭ দিনে পরিশোধে অথবা ৬ মাসে পরিশোধ – আপনার পছন্দমতো পরিশোধের #প্ল্যান বেছে নিন
  • পরিশোধের প্ল্যানের বিস্তারিত দেখুন
  • বিকাশ একাউন্টের পিন নাম্বার দিন
  • ট্যাপ করে ধরে রাখলেই হয়ে যাবে আপনার পেমেন্ট
  • পরিশোধ করতে অ্যাপে লোন-এ ট্যাপ করে লোনের বিবরণী সিলেক্ট করুন

Screenshot_2025-03-22_195356

ফোন কিনতে একজন বিকাশ গ্রাহক ৫০০ টাকা থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত লোন পেতে পারেন। লোন নেয়ার পর নির্ধারিত তারিখে বিকাশ অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে লোনের কিস্তি পরিশোধ হয়ে যাবে। ইন্টারেস্ট হার, প্রসেসিং ফি, লোনের লিমিট, পরিশোধের সময়সীমা, লোন পাবার যোগ্যতা এবং লোন প্রদানের নীতিমালা আর্থিক প্রতিষ্ঠান (যেমন সিটি ব্যাংক) বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী নির্ধারণ করে। এক্ষেত্রে বিকাশ লিমিটেড শুধু আর্থিক প্রতিষ্ঠানের পেমেন্ট পার্টনার হিসেবে কাজ করে।

বিকাশ অ্যাপের লোন আইকনে ট্যাপ করলেই লোন ড্যাশবোর্ড দেখা যায় (যদি গ্রাহক লোন নেয়ার উপযুক্ত হন এবং বর্তমানে তার বিকাশ অ্যাপে একটি লোন/পে-লেটার থাকে) এই স্ক্রিনে বর্তমান লোন/পে-লেটার এর সারসংক্ষেপ এবং পূর্বের সকল লোন/পে-লেটার এর তালিকা দেখা যাবে।

টিএই/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন