সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

স্ত্রীকে হত্যা করে ২৮ বছর পলাতক, অবশেষে র‌্যাবের হাতে গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ জুন ২০২৩, ০২:৪২ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি : ঢাকা মেইল

বগুড়ার শিবগঞ্জে স্ত্রীকে হত্যার পর ২৮ বছর পলাতক থেকে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন আজাহার আলী (৬০)। বৃহস্পতিবার (১৫ জুন) র‌্যাব-১২, বগুড়া স্পেশাল কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (১৪ জুন) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি থানার ফটিকছড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


আজাহার আলী শিবগঞ্জ উপজেলার ছাতুয়া শালুকগাড়ি গ্রামের মৃত জসমত আলীর ছেলে।

পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, ১৯৯৩ সালের জুন মাসে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আজাহার আলী তার প্রথম স্ত্রী জাহানারা বেগমকে হত্যা করে। এ ঘটনায় নিহতের মামা আমজাদ হোসেন বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আজাহার আলী গ্রেফতার হলেও দুই মাস পর জামিনে বের হন। 

১৯৯৫ সালে আজাহার আলী বাড়ি থেকে নিরুদ্দেশ হন। তিনি চট্টগ্রামের ফটিকছড়িকে গিয়ে বাবার নাম পরিবর্তন করে ব্যবসা-বাণিজ্য শুরু করেন। ১৯৯৮ সালে আদালত আজাহার আলীর অনুপস্থিতিতে তাকে যাবজ্জীবন সাজা দেন। ১৯৯৫ সালের পর আজাহার আলী একবারও বাড়িতে আসেননি। এমনকি আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ করেননি। 

আজাহার আলীকে বৃহস্পতিবার (১৫ জুন) শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন