রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

কাউখালীতে নদী ভাঙন রক্ষার দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮ মে ২০২৩, ০৯:৪১ পিএম

শেয়ার করুন:

loading/img

পিরোজপুরের কাউখালী উপজেলার পূর্ব আমরাজুরি ও মাগুরা গ্রামবাসীসহ সর্বস্তরের জনসাধারণের আয়োজনে নদী ভাঙন রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ মে) সকল ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রায় এক কিলোমিটার লম্বা মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


আমরাজুরী ফেরিঘাট, আমরাজুরী বাজারসহ বিভিন্ন স্থাপনা সন্ধ্যা নদীর ভাঙন ফলে কাউখালী টু শেখেরহাট ঝালকাঠি সড়ক সন্ধ্যা নদী গর্ভে বিলীন হওয়ায় বাইপাস সড়কটি উন্নয়নের নামে অনুপযোগী করে ফেলে রাখার প্রতিবাদে নদী ভাঙন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে ব্যবসায়ী, পথচারী, এলাকাবাসী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যে দেন- আমরাজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ শামসুদ্দোহা, সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম, কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু, আমরাজুরী বাজার কমিটির সভাপতি কায়েশ হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ জামান তালুকদার, ব্যবসায়ী নেতা কাউসার জামিল দ্বীপ, ফেরি ঘাট জামে মসজিদের ইমাম গাজী আনোয়ার হোসেন, শিক্ষার্থী মাইয়াজ ইসলামসহ আরও অনেকে।

বাজার কমিটির সভাপতি কায়েস হাওলাদার বলেন, নদী ভাঙনে গত এক বছরে প্রায় অর্ধশতাধিক দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে।


বিজ্ঞাপন


ব্যবসায়ী ইকবাল হোসেন বলেন, গত এক মাসে পাঁচবার দোকান স্থানান্তর করা হয়েছে।

কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু বলেন, আগামী এক মাসের মধ্যে কোনো পদক্ষেপ না নেওয়া হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেও নদী ভাঙন রোধ করতে পারছি না। আমরা স্থায়ীভাবে কিছু করার উপজেলা পরিষদের চেয়ারম্যান, স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন স্থানে যোগাযোগ রক্ষা করছি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন