রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিয়ে বাড়িতে হামলা করা সেই ২ যুবলীগ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২, ০৮:৫৬ এএম

শেয়ার করুন:

loading/img
ফাইল ফটো

পাবনার চাটমোহরে বিয়ের অনুষ্ঠানে নাচতে না দেওয়ায় হামলার ঘটনায় অভিযুক্ত যুবলীগের দুই নেতাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে যুবলীগের চাটমোহর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের সাময়িক বহিষ্কার এবং তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। এ ছাড়া ওই দুই নেতার বিরুদ্ধে একই রাতে পাত্রের চাচা সুব্রত গমেজ মামলা করেছেন।


বিজ্ঞাপন


চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন বিষয়টি জানিয়েছেন।

মামলার দুই আসামি হলেন— মূলগ্রাম ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জগতলা গ্রামের নূর সালামের ছেলে রবিউল করিম এবং একই গ্রামের ইউনিয়ন যুবলীগের কার্যনির্বাহী সদস্য আমির হোসেন। মামলার পর থেকে তাঁরা পলাতক।

>>আরও পড়ুন: পাবনায় বিয়ে বাড়িতে যুবলীগের হামলার অভিযোগ

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সোমবার উপজেলার এক পল্লীতে গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে শিশু-কিশোররা নাচ-গান করার সময় সেখানে গিয়ে নাচতে শুরু করেন যুবলীগ নেতা আমির। নিষেধ করলে সহযোগীদের ডেকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে হামলা চালান ওই নেতা। খবর পেয়ে পুলিশ যাওয়ার পর পরিস্থিতি শান্ত হয়। তবে পরদিন মঙ্গলবার সকালে বর-কনে যাওয়ার সময় তাদের গাড়িতে হামলা চালান যুবলীগের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জানান, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকায় রবিউল ও আমিরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

ওসি মোহাম্মদ জালাল উদ্দিন আরও জানান, এ ঘটনায় মামলা হয়েছে। বুধবার বিকেল পর্যন্ত দুই আসামিকে গ্রেফতার করা যায়নি। তাদের আটকে অভিযান চলছে। আর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন