সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নেত্রকোনায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন 

জেলা প্রতিনিধি, নেত্রকোনা 
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫, ০২:২৬ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন 

নেত্রকোনায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলার মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকায় অবস্থিত খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর।


বিজ্ঞাপন


এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহামদ সফিউল আলম। জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ এ কার্যক্রমের আয়োজন করে।

এবার জেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৩ হাজার ৪৩২ মেট্রিক টন। এছাড়া চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬১ হাজার ১৬২ মেট্রিক টন। প্রতিকেজি ধান কেনা হবে ৩৬ টাকা করে এবং চাল কেনা হবে ৪৯ টাকা কেজি দরে।

কৃষকরা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে সরাসরি গুদামে ধান বিক্রি করতে পারবেন। আজ ২৪ এপ্রিল থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর বলেন, নিয়মানুযায়ী এ কার্যক্রম পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে কোনো অনিয়ম সহ্য করা হবে না। নিয়মের ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়া হবে। 


বিজ্ঞাপন


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন - জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ, ওসি মো. আমিনুল ইসলাম,  উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুশ সাকুর সাদী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. লুৎফর রহমান, গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) মোহাম্মদ ইমরুল কায়েস, মিলার ও গণমাধ্যমকর্মীরা।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর