সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, পৌনে এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫, ০২:৪৯ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, পৌণে এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পৌণে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহীন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে টঙ্গীর বনমালা এলাকায় এক ঝুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় পৌণে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর