বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঈদ আনন্দ ভাগাভাগি করতে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ০৫:৪৭ পিএম

শেয়ার করুন:

loading/img

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দুস্থ মানুষদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদ উপহার হিসেবে শাড়ি, কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চক সিংহডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন চক সিংহডাঙ্গা হিলফুল ফুজুল শান্তি সংঘের উদ্যোগে দুই শতাধিক মানুষের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।


বিজ্ঞাপন


এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মো. হায়দার আলী।

এতে বক্তব্য দেন - চক সিংহডাঙ্গা হিলফুল ফুজুল শান্তি সংঘের উপদেষ্টা প্রভাষক সাজ্জাদুর রহমান, মাহামুদল হাসান, বাবলু মন্ডল, সাবেক সভাপতি মামুন প্রধান, সাবেক সাধারণ সম্পাদক রফিক মিয়া, ভারপ্রাপ্ত সভাপতি রুবেল মন্ডল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাহাদ মিয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক নিপো’র পরিচালক আহমদ উল্লা, সহকারী শিক্ষক জহুরুল ইসলাম, প্রভাষক লিখন মিয়া আরিফসহ অনেকে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন