ঈদ উপলক্ষ্যে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে ব্যতিক্রমী এক প্রচার চালিয়েছিলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাসিন্দা ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যুগ্ম মহাসচিব কবি সেলিম বালা। হুইল চেয়ার নেওয়ার আমন্ত্রণ জানিয়ে সারা পেয়ে ৩১ জন প্রতিবন্ধীদের হুইল চেয়ার দিলেন তিনি।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে অচিন্তপুর ইউনিয়নের মুখোরিয়া বাজারে হুইলচেয়ার বিতরণ করা হয়। আর এসব হুইল চেয়ার নিতে আসেন গৌরীপুর ছাড়াও আশপাশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে।
বিজ্ঞাপন
অপ্রত্যাশিতভাবে এ হুইলচেয়ার উপহার পেয়ে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মুখে হাসি ফুটে
হুইল চেয়ার পেয়ে মইলাকান্দা ইউনিয়নের মেসিডেঙ্গি গ্রামের বাসিন্দা সাদির মিয়া বলেন, অসুস্থ হয়ে পায়ে হেঁটে চলাচল করতে সমস্যা হতো। খেয়ে না খেয়ে সময় কাটতো বিছানায় শুয়ে-বসে। টাকার অভাবে হুইলচেয়ার কিনতে পারছিলাম না। আজকে সেলিম ভাই আমাকে একটি হুইলচেয়ার দিয়েছেন। আমি অনেক খুশি ও আনন্দিত।
স্থানীয় বাসিন্দা মাসুদ করিম বলেন, কবি সেলিম ভাইয়ের ফেসবুকে পোস্টে জানতে পারি ঈদ উপলক্ষ্যে দুস্থ ও অসহায়দের মাঝে হুইল চেয়ার উপহার দেওয়া হবে। পরে আমি ফেসবুকে খুদে বার্তা পাঠিয়ে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার দুই অসহায় ব্যক্তির নাম পাঠাই। পরে তিনি আমার সাথে যোগাযোগ করে তাদেরও দুজনকে হুইলচেয়ার উপহার দেন। হুইলচেয়ার পেয়ে তারা খুব আনন্দিত।
এ বিষয়ে নুরুজ্জামান সোহেল বলেন, প্রয়োজন থাকা সত্ত্বেও একটা হুইল চেয়ারের জন্য অনেকেই দ্বারে ঘুরেও পান না। একটি হুইল চেয়ার ব্যবহার করতে না পেরে অনেকে আরও পঙ্গু হচ্ছেন। এ অবস্থায় সেলিম বালা যা করেছেন তা অনুকরণীয় হয়ে থাকবে। এভাবেই সকলকে এগিয়ে আসা দরকার।
বিজ্ঞাপন
কবি সেলিম বালা বলেন, নেতৃত্ব নিয়ে বসে থাকলে চলবে না। অসহায়দের পাশে দাঁড়ানোই একজন দেশপ্রেমিকের কাজ। আমি সবসময় সুখে-দুঃখে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৩১ জন অসহায় মানুষকে হুইলচেয়ার উপহার দিয়েছি। এই মানুষগুলোর হুইলচেয়ার কেনার সামর্থ্য ছিল না। হুইল চেয়ার উপহার পাওয়ার তাদের মুখে যে হাসি ফুটে উঠেছে, এটাই আমার পরম পাওয়া।
প্রতিনিধি/ এজে