মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সাগর (২৫) নিহত হয়েছেন।
শনিবার (২২ মার্চ) রাত ৮টার দিকে গাংনী-সাহারবাটি সড়কের নাবিল ফার্নিচারের সামনে এ দুর্ঘটনা ঘটে। সদ্য সৌদি আরব ফেরত নিহত সাগর উপজেলার কুঠি ভাটপাড়া গ্রামের তোজাম্মেল হকের ছেলে।
বিজ্ঞাপন
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাসমেরি খাইরুন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সাহারাবাটি এলাকার জমসের আলীর ছেলে জসিম উদ্দিন জানান, তিনি একটি পাখি ভ্যানে সাহারবাটির দিকে যাচ্ছিলেন। এসময় টিভিএস আরটিআর একটি মোটরসাইকেল চালক তার সামনে দিয়ে একই দিকে যাচ্ছিল। পথিমধ্যে নাবিল ফার্নিচার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি একটি আলমসাধুকে (স্যালো ইঞ্জিনচালিত গাড়ি) ওভারটেক করার জন্য ডানদিকে মোড় নিলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা অপর একটি আলমসাধু গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল চালক আলমসাধুর গাড়ির ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডা. তাসমেরি খাইরুন নাহার তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় চাচা হাফিজুল ইসলাম জানান, সাগর গত পাঁচ দিন আগে সৌদি আরব থেকে বাড়ি ফিরেছে। সৌদি আরব থাকাকালীন অবস্থায় মেহেরপুরের রাজনগর গ্রামে একটি মেয়ের সঙ্গে তার মোবাইলে বিয়ে হয়। আগামীকাল রোববার (২৩ মার্চ) তার বিয়ে ওঠানোর কথা ছিল। সেজন্য সাগর বিয়ের বাজার করে রাত আটটার দিকে বাড়ি ফেরার পথে গাংনী-সাহারবাটি সড়কের নাবিল ফার্নিচারের সামনে একটি আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়েছে।
গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস