শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

মনোহরদীতে বিএনপির ইফতার মাহফিল

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ০৭:৫০ পিএম

শেয়ার করুন:

loading/img

নরসিংদীর মনোহরদীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) উপজেলার লেবুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এড. সরদার সাখাওয়াত হোসেন বকুল।


বিজ্ঞাপন


লেবুতলা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন।

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সালা, লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মোড়ল শাহীন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ফরহাদ, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান মুর্শিদ, যুবদলের সভাপতি মাসুদ আকন্দ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রধান, কাচিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন