সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক বলেছেন, আমাদের দেশের ষড়যন্ত্রকারীরা আবারও ষড়যন্ত্র করে নির্বাচনকে বিলম্বিত করতে পারে বলেই আমরা দাবি করছি অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার।
সোমবার (৩ মার্চ) বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, এ সরকার হলো নির্বাচন দেওয়ার সরকার। এ সরকারের দায়িত্ব হল কিছুটা সংস্কার করা। যেহেতু হাসিনা ১৬ বছর ক্ষমতায় থেকে দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। তাই কিছুটা সংস্কার করার জন্য উনাকে সকল রাজনৈতিক দল ও ছাত্র-জনতার পক্ষ থেকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের কাছে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা থাকবে; এর মধ্যে একটি দল জাতীয় সংসদের আগে স্থানীয় নির্বাচনের দাবি করছে। সংসদ নির্বাচনের মাধ্যমে হাসিনার বিচার করতে হবে। এ দেশে সংসদ নির্বাচন হতে হবে তার আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন নয়। আমাদের নেতা তারেক রহমান বলেছেন দিনের ভোট দিনে। ১৫৪ জনের মতো বিনাভোটে নির্বাচন ও ’২৪ এর মতো ভাইয়ে-ভাইয়ে নির্বাচন নয়।
সরকারের উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা এমন একজনকে প্রধান উপদেষ্টা করেছি যিনি বিশ্বের দরবারে একজন গুণীজন। আমাদের কাছে সম্মানিত। তিনি কারো কথা শুনবেন বা কান কথা শুনবেন না তিনি বাংলাদেশের মানুষের কথা শুনবেন।তাদের কথা শুনে আগে জাতীয় সংসদ নির্বাচন দিবেন।
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা এখন সরকারের ক্ষমতা গঠন করে ফেলেছি এমন ভাবা ঠিক নয়। আমি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপিকে বলতে চাই মানুষের কাছে যান, সালাম দেন। যে দুই-একজন অন্যায় কাজ করেছেন তারা বিরত থাকেন। এরপর যদি কেউ চাঁদাবাজি বা অন্যায় কাজ করেছেন; তবে আমাদের চোখ খোলাই আছে, সে যেই হোক তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সদস্য সাবেক জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম জহির, মোক্তার হোসেন, আমিনুল ইসলামসহ জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিনিধি/এফএ