সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

কারাগারে বন্দিদের সঙ্গে বর্ষবরণ ও শুভেচ্ছা বিনিময় করলেন আইজি প্রিজন

জেলা প্রতিনিধি, গাজীপুর 
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

loading/img

গাজীপুরের কাশিমপুর কারাগারসহ জেলা কারাগারে ভিন্ন আঙ্গিকে উদ্‌যাপিত হলো বাংলা নববর্ষ। গান পরিবেশন সহ নানা সাংস্কৃতিক আয়োজন ও শোভাযাত্রার মাধ্যমে দিনটিকে উদ্‌যাপন করেন বন্দি ও কারা পরিবারের সদস্যরা। তাদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন কারা মহাপরিদর্শক। দিনটি উপলক্ষ্যে  বন্দিদের  উন্নতমানের খাবার সরবরাহ করে কারা কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা গেছে, গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে নববর্ষের বর্ণিল ব্যানার। ভেতরের সড়কে আঁকা হয়েছে রং -বেরঙের আলপনা।  প্রিজন স্কুল পেরিয়ে খোলা জায়গায় চলছে  গানসহ নানা সাংস্কৃতিক আয়োজন। বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে এই কারাগারের ৪ টি ইউনিটসহ জেলা কারাগারে  শোভাযাত্রা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে কারাকর্তৃপক্ষ । বন্দিদের দেয়া হয়েছে বিশেষ উন্নতমানের খাবার।


বিজ্ঞাপন


কাশিমপুর কারাগারে দিনভর আয়োজিত অনুষ্ঠানে কারা মহাপরিদর্শকসহ কারাগারের কারারক্ষী, স্টাফ ও তাদের স্ত্রী পরিজনেরা অংশগ্রহণ করেন। এছাড়া বন্দিদের অনেকের আত্মীয় স্বজন তাদের সঙ্গে সাক্ষাৎ করেন  এবং খোঁজ খবর নেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কাশিমপুর কেন্দ্রীয়, কারাগারের ৪টি ইউনিটে শতাধিক ভিআইপি বন্দি সহ ৬ হাজার ৪ শো জন বন্দি রয়েছেন। এখানে ভিআইপি বন্দিরা ডিভিশন প্রাপ্ত হিসেবে কারাবিধি অনুযায়ী সুযোগ সুবিধা পেয়েছেন। নববর্ষ উপলক্ষ্যে সব বন্দিদের সকালে পান্তা, ইলিশ ও আলু ভর্তা দেয়া হয়েছে। দুপুরে পোলাও গরু, খাসির মাংস ও মিষ্টান্ন সরবরাহ করা হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, নতুন বছরে পান্তা ইলিশ খেতে পেরে ভিআইপিসহ বন্দিরা স্বস্তি প্রকাশ করেছেন । এছাড়া কারা অভ্যন্তরে গান, বাজনা সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে স্বতঃস্ফূর্তভাবে বন্দিরা অংশ গ্রহণ করেন।

নববর্ষের দিন কারাগারে বন্দিদের সঙ্গে স্বাক্ষাৎ করতে আসেন দেশের বিভিন্ন স্থান থেকে তাদের স্বজন , পরিজনেরা। তারা বলছেন, নববর্ষ উপলক্ষ্যে বন্দিদের সঙ্গে স্বাক্ষাৎ করতে তাদের কোন ভোগান্তি পোহাতে হয় নি। নববর্ষ উপলক্ষ্যে বাইরে থেকে খাবার দেয়া বন্ধ। তবে কারাগারের ভেতরে তারা ভাল খাবার খেয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা


বিজ্ঞাপন


বন্দি, কারারক্ষী ও কারা স্টাফদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা ও কুশল বিনিময় করে কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল মোতাহের হোসেন।

তিনি বলেন, সারা দেশের ন্যায় কারাগারে নববর্ষ উদ্‌যাপন হয়েছে। এ নিয়ে বন্দিদের পাশাপাশি এখানকার স্টাফ ও কারা পরিবারের সদস্যদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা রয়েছে। নববর্ষকে স্বাগত জানাতে এখানে শোভাযাত্রা, আলপনা আঁকা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বন্দিদের ভালো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

নববর্ষ উপলক্ষ্যে কাশিমপুর কারাগারের মূল ফটক সহ পুরো এলাকায় নানা রঙের পতাকা দিয়ে সাজানো হয়েছে । মূল ফটকের সামনে দেখা গেছে দর্শনার্থীদের ভিড়।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর

News Hub