রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

হাবিপ্রবির ৪ কর্মকর্তা গ্রেফতার

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭ পিএম

শেয়ার করুন:

loading/img

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবির) ৪ জন প্রশাসনিক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনাজপুর কোতয়ালী থানার ওসি মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ফিল্ড এক্সটেনশন কর্মকর্তা রাব্বি শেখ, সেকশন কর্মকর্তা ইলিয়াস কাঞ্চন, ফিল্ড এক্সটেনশন কর্মকর্তা শেখ শাহ আসাদুল্লাহ সালেহীন, প্রশাসনিক কর্মকর্তা শাহ আলম। তারা হাবিপ্রবির শাখা ছাত্রলীগের বিগত কমিটির বিভিন্ন পদে ছিলেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, বিগত সরকারের সময়ে এখানে কারচুপি, লবিং, ছাত্রলীগ কোটায় এবং অবৈধ নিয়োগ হয়েছে। এ কারচুপি নিয়োগের মাধ্যমে যোগ্য প্রার্থীদের তাদের অধিকার হতে বঞ্চিত করা হয়েছে। হাজারো যোগ্য বেকারদের চোখের কান্নার কারণ এই অবৈধ নিয়োগ।

কোতয়ালী থানার ওসি জানান, ছাত্রলীগকে সংগঠিত করে বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য সৃষ্টিসহ বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলা করে। এ অভিযোগে হাবিপ্রবির চার প্রশাসনিক কর্মকতাকে গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতা।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন