সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

বগুড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৩ পিএম

শেয়ার করুন:

loading/img

বগুড়ার কাহালুতে বজ্রপাতে মোহাম্মদ আকন্দ নামের (৫৫) এক কৃষক মারা গেছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল  ৯টার দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের যুগীরভবন গ্রামের মাঠে বজ্রপাতের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত মোহাম্মদ আকন্দ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন সিকিনী গ্রামের মৃত বুলু আকন্দের ছেলে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

আলু তুলতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

জানা গেছে, মোহাম্মদ আকন্দ গত শনিবার যুগীরভবন গ্রামের কৃষক তোফাজ্জল বারীর জমিতে ইরি বোরো ধানের চারা রোপণের কাজ শুরু করেন। রোববার সকালে মেঘের গর্জনসহ হালকা বৃষ্টির মধ্যে যুগীরভবন গ্রামের মাঠে বীজতলায় ধানের চারা উঠানোর সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।


বিজ্ঞাপন


ওসি বলেন, নিহতের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন