নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দুপুরে নেত্রকোনা সদর হাসপাতাল প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নেত্রকোনা মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
বিজ্ঞাপন
পরে সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য দেন, ডাক্তার মাজহারুল আমিন, মারুফুল হক শাম্মী, শিক্ষার্থী জামিল ইমতিয়াজ, নিশাত হাসান ইমনসহ অন্যরা।
সমাবেশে মাজহারুল আমিন বলেন, নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধ করে দেয়ার যে ষড়যন্ত্র চলছে তা এখানের শিক্ষক-শিক্ষার্থীসহ নেত্রকোনাবাসী মেনে নেবে না। অবিলম্বে কলেজের মান নিয়ে ট্যাগ দেওয়া বন্ধ করে কলেজের সমস্যার সমাধান করতে হবে। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
বিজ্ঞাপন
অপরদিকে জেলা প্রেসক্লাবের সামনে নেত্রকোনা সর্বস্তরের জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।
প্রতিনিধি/এসএস