রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

পটুয়াখালীতে ইয়াবাসহ মা-বাবা-সন্তান আটক

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫, ১০:০৩ পিএম

শেয়ার করুন:

loading/img

পটুয়াখালীর বাউফল উপজেলায় ইয়াবা ব্যবসার অভিযোগে মা, বাবা ও সন্তানকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে ২১০ পিস ইয়াবা জব্দ করা হয়।

সোমবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার তাদের আটক করা হয়।
 
আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ নেছার উদ্দিন (৪৮), তার স্ত্রী মোছা. সুমনা আক্তার (৪৫) ও ছেলে নাবিল ইসলাম (২৫)।
 
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, মাদক কারবারি তাদের মূল পেশা। স্থানীয়ভাবে পরিবারটি প্রভাবশালী। এ কারণে ভয়ে কেউ প্রতিবাদ করেনি।


বিজ্ঞাপন


বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ওই পরিবারটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

গোপন খবরের ভিত্তিতে কালাইয়া এলাকার চৌকিদার বাড়িতে অভিযান চালিয়ে তাদের ঘর থেকে ২১০ পিস ইয়াবাসহ তাদের তিনজনকে আটক করা হয়।
 
তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন