জাপানি হোন্ডার মাইলেজ সাশ্রয়ী বাইকের মডেল হোন্ডা শাইন। বহুল পরিচিতি মোটরসাইকেল এটি। ১০০ সিসির এই বাইক দেদারসে বিক্রি হচ্ছে।
ভারত ও বাংলাদেশের বাজারে এই মডেলটি কার্যত দাপিয়ে বেড়াচ্ছে। মূলত, হিরো স্প্লেন্ডর প্লাসের সঙ্গে টক্কর দিতেই এটিকে বাজারে আনে হন্ডা। সবথেকে বড় বিষয় হল যে, সাধ্যের মধ্যে স্বপ্নপূরণ হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে বাইকপ্রেমীদের কাছে।
বিজ্ঞাপন
কারণ, একাধিক ফিচার রয়েছে বাইকটিতে। হন্ডা শাইন ১০০-তে রয়েছে একটি ৯৮.৯৮ সিসির এয়ার-কুলড ইঞ্জিন। যেটি চালিত হয় ৭.৩৮ পিএস দ্বারা এবং সঙ্গে ৭৫০০ আরপিএম শক্তি উৎপাদন করে।
তাছাড়া একটি ৯ লিটারের জ্বালানি ট্যাংকও রয়েছে এবং মাইলেজ দিচ্ছে ৫৫কিমি/লিটার।এই বাইকে ৪ স্পিড গিয়ার বক্স রয়েছে। শুধু তাই নয়, বাইকটির ডিজাইন খুবই সাধারণ রেখেছে সংস্থাটি। কিন্তু বেশ সুন্দর গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। স্বাভাবিকভাবেই, মডেলটির লুকটি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, বাইকটির ওজনও বেশ হালকা রাখা হয়েছে। এটির ওজন ১১২ কিলোগ্রাম। সবথেকে বড় বিষয়, লম্বা সিট রয়েছে এই মডেলটিতে। একাধিক ফিচারের মধ্যে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল ফ্রন্ট এবং ড্রাম ব্রেক। ফলে, বাইকটিকে চালকের কন্ট্রোল করতেও অনেকটা সুবিধা হয়।
নিঃসন্দেহে, সাশ্রয়ী দামের মধ্যেই এই দুর্দান্ত বাইকটি পেয়ে যেতে পারেন গ্রাহকরা।
এজেড