বলিউডে একাধিক অভিনয় শিল্পী মুসলিম ধর্ম অনুসরণ করেন। কেউ খলনায়কের চরিত্রে অভিনয় করেন। কেউ নায়ক। এরমধ্যে অন্যতম সালমান খান, শাহরুখ খান, আমির খান, অভিনেত্রী টাবু, সাইফ আলী খান। অভিনয় শিল্পীদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার কৌতূহলের অন্ত নেই।
বিজ্ঞাপন
দর্শকদের মনে প্রশ্ন বলি তারকারা সঠিকভাবে ইসলাম অনুসরণ করেন কি না। দিনে পাঁচ ওয়াক্ত নামাজ কিংবা রমজান মাসে রোজা রাখেন কি না। সেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন নৃত্যশিল্পী ও পরিচালক ফারাহ খান।
নিয়ম করে দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না নৃত্যশিল্পী ফারাহ খান। তবে নিজেকে ‘ভালো মুসলিম’ বলে দাবি করেন। নিজেকে ভালো মানুষ বলেও মনে করেন তিনি। নিয়মিত দান করেন এবং রমজান মাসে রোজা রাখেন।
সম্প্রতি এক স্বাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি রোজ নামাজ পড়ি না। তবে রোজা রাখি রমজানের সময়ে। আমার উপার্জনের পাঁচ শতাংশ আমি দান করে দিই। তাছাড়া মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি, পরিশ্রম করি। আমার মনে হয়, এই গুণগুলো দিনে পাঁচ বার নমাজ পড়ার থেকে অনেক ভাল।’
বিজ্ঞাপন
সালমান খানের সিনেমার প্রচারণা অনুষ্ঠান বাতিল!
নৃত্যশিল্পী ও পরিচালকে এক ভক্ত প্রশ্ন করেন বলিউডের আর কোন তারকা নিয়মিত নামাজ পড়েন। শাহরুখ খান, সলমন খান, টাব্বুরা কতটা ধার্মিক?
এমন প্রশ্নের জবাবে ফারাহ বলেন, ‘শাহরুখ মানুষ হিসেবে খুবই ভালো। প্রায়শই দান করেন। চলচ্চিত্র জগতের ভিতরে ও বাইরের বহু মানুষকে সাহায্য করেন। এছাড়া অভিনেত্রী টাবু আমার খুব ঘনিষ্ঠ বান্ধবী। তাই জানি, ও নিয়মিত নামাজ পড়েন এবং খুবই ভালো মনের মানুষ।’
প্রাণনাশের হুমকি মাথায় নিয়ে বাবার জন্য যা করলেন সালমান
বলিউড ভাইজান প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ওর বিষয়ে বেশি কিছু জানি না। তবে যে কোনো প্রয়োজনে সালমানকে পাশে পায়। ধর্মের চেয়েও সেটাই বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়।’
ইএইচ/