শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাইবান্ধায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪১ পিএম

শেয়ার করুন:

loading/img

গাইবান্ধায় নানান কর্মসূচির মধ্য দিয়ে মহান বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শহিদ স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন গাইবান্ধা জেলা প্রশাসক, জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তারা।

পরে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা প্রশাসক মীর মোয়াজ্জম আহমদ।


বিজ্ঞাপন


বক্তব্য রাখেন- গাইবান্ধা পুলিশ সুপার মোশাররফ হোসেন, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম হেদায়েতুল ইসলাম, বিজ্ঞজীবী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সাইফুল ইসলাম সাজা,  জামায়াত ইসলামি নায়েবে আমির আব্দুল ওয়ারেছ, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আলী আকবর মিয়া, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এসএম মামুন, ছাত্র ফিয়াদুর রহমানসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ মো. নুর মোহাম্মদ হোসাইন ও পবিত্র গীতা পাঠ করে ভি, এইড রোড কালিবাড়ী মন্দিরের সহকারী পুরোহিত দীপ মুন্সি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন - সংগঠক শিরীন আকতার।

বক্তারা বলেন, ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যেতে হলে বুদ্ধিজীবীদের ধারণ ও লালন করতে হবে। আমাদের শ্রদ্ধাবোধ থাকতে হবে। সুন্দর দেশ গড়ার জন্য সচেষ্ট হই। আমরা যেন সুন্দর সমৃদ্ধ দেশ গড়ে তুলতে পারি। বাংলাদেশ গড়তে হলে বর্তমানে যারা জীবিত রয়েছে সেসব  বুদ্ধিজীবীদের সম্মান প্রদর্শন করতে হবে। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন